রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অলীউল আলম
ছবি সংগৃহিত
রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. অলীউল আলম। তিনি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। তাকে প্রেষণে রাজশাহী বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এ দিনই নতুন চেয়ারম্যান যোগদান করেছেন বলে জানা গেছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. অলীউল আলমকে রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়।
নিয়োগের শর্তে বলা হয়েছে, তিনি নিজ বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা গ্রহণ করবেন; তিনি পদ সংশ্লিষ্ট ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন; বোর্ড কর্তৃপক্ষ বিনা ভাড়ায় বাসস্থানের ব্যবস্থা করলে তিনি কোনো বাড়ি ভাড়া ভাতা গ্রহণ করতে পারবেন না। সরকারি বাসায় বসবাস করলে বাড়ি ভাড়াসহ যাবতীয় সরকারি পাওনা নিজ দায়িত্বে ট্রেজারি চালানের মাধ্যমে সংশ্লিষ্ট খাতে জমা প্রদান করবেন; তিনি স্ব-স্ব ক্ষেত্রে প্রযোজ্য বাধ্যতামূলক ভবিষ্যৎ তহবিল, গোষ্ঠী বীমা গ্রহণ করবেন; বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিধি অনুযায়ী তাঁর লিভ স্যালারি ও পেনশনের চাঁদা প্রদান করবেন; সরকারের প্রচলিত ও প্রণীতব্য বিধি-বিধান ও আদেশ অনুসারে তাঁর চাকরি নিয়ন্ত্রিত হবে।
এ দিন সন্ধ্যায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অধ্যাপক ড. মো. অলীউল আলম রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজে কর্মরত ছিলেন। নিয়োগ পাওয়ার পর সোমবার বিকেলে বোর্ডের চেয়ারম্যান পদে তিনি দায়িত্ব নেন। এ সময় বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ও সচিব হুমায়ূন কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আরিফুল ইসলাম, উপ-পরিচালক হিসাব ও নিরীক্ষা বাদশা হোসেন, কর্মচারী ইউনিয়নের সভাপতি ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড কর্মচারী ফেডারেশনের মহাসচিব হুমায়ুন কবীরসহ সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
যোগদানের পর তারা নবনিযুক্ত শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এরপর নতুন চেয়ারম্যান রাজশাহী শিক্ষা বোর্ডের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে বোর্ড চত্বরে থাকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সেখানে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে ১৫ আগস্টের সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এরপর বোর্ডের নতুন চেয়ারম্যান বোর্ডের সচিবসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে শহীদ এএইচএম কামারুজ্জমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।