শাবিপ্রবি শিক্ষার্থীদের আন্দোলনে চবি শিক্ষার্থীদের সংহতি
শাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবিতে সংহতি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। চট্টগ্রামের ষোলশহর এলাকায় মানববন্ধন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালনের মধ্য দিয়ে প্রতিবাদে অংশ নেয় চবি শিক্ষার্থীরা।
রবিবার (২৩ জানুয়ারি) রাত ৮টায় চট্টগ্রামের ষোলশহর রেল স্টেশনে এই মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চবির সাধারণ শিক্ষার্থীসহ, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীরা দাবি করেন আমাদের সকলের সম্মিলিত গর্জনে শাবিপ্রবি শিক্ষার্থীদের এই যৌক্তিক ও ন্যায্য দাবি আদায় হোক। এটাই সবার কাম্য।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তরিফ আহমেদ বলেন, 'আমরা শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ চাই। আমরা তাদের আন্দোলনকে যৌক্তিক মনে করি। আমরা শিক্ষার্থীদের উপরে পুলিশের লাঠিচার্জকে ন্যাক্কারজনক বলে মনে করি।'
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের শিক্ষার্থীদের কিছু দাবির বিষয়ে সাড়া দিতে কর্তৃপক্ষের কালক্ষেপণ করায় এই আন্দোলনের সূত্রপাত ঘটে। পরে তারা তিন দফা দাবি ও উপাচার্যের পদত্যাগসহ নানা ইস্যুতে আন্দোলন দীর্ঘায়িত করেছে। এদিকে তারা গত ১৯ জানুয়ারি ধরে ক্যাম্পাসে আমরণ অনশন ধর্মঘট পালন করছেন।
জেকে/টিটি