শাবিপ্রবিতে টানা অনশনের ১১৪ ঘণ্টা
উপাচার্যের পদত্যাগের দাবিতে ষষ্ঠদিনেও চলছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৮টায় এ অনশন গড়িয়েছে ১১৪ ঘণ্টায়। এখনও আসেনি কোনো সমাধান। শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অনশন ভাঙার আহ্বান জানালেও উপাচার্যের পদত্যাগের কোনো আশ্বাস না দেওয়ায় শিক্ষার্থীরাও আছেন অনড় অবস্থানে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন শিক্ষার্থী। যার একজনের এপেন্ডিসাইটিস শনাক্ত হওয়ায় অস্ত্রোপচার হয়েছে গতকাল রাতে। তবে তার অবস্থা এখন শংকামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ছাড়াও গণঅনশনে গতকাল যুক্ত হওয়া ৪ জন ছাড়া আর কোনো সংখ্যা না বাড়লেও আজ নতুন করে অনশনকারীদের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থী সাদিয়া আফরিন।
অপরদিকে গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিচ্ছিন্ন করা হয় উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ সংযোগ। এতে বিচ্ছিন্ন হয়ে যায় ইন্টারনেট সেবাও। সেই সঙ্গে মানব দেয়াল তৈরি করে বন্ধ করে দেওয়া হয় বাসভবনের মূল ফটক। ফলে কার্যত অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ।
এমতাবস্থায় বিদ্যুৎবিহীন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ১৩ ঘণ্টা অতিক্রম করেছে। তবে উপাচার্যের বাসভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এমনকি সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকেও গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে এর নিন্দা জানানো হয়।
এর আগে ১৯ জানুয়ারি বিকাল ৩টায় উপাচার্যের পদত্যাগের দাবিতে শুরু হয় অনশন। এসময় ২৪ জন শিক্ষার্থী অংশ নেন। এর পর থেকে চলছে টানা অনশন।
এসইউ/টিটি