শাবিপ্রবির আন্দোলনে থাইল্যান্ডের শিক্ষার্থীদের সংহতি
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের মাহিদোল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস অ্যান্ড পিস স্টাডিজ (আইএইচআরপি) বিভাগের শিক্ষার্থীরা।
শনিবার (২২ জানুয়ারি) এক বিবৃতি পাঠিয়ে সংহতি প্রকাশ করেন তারা।
বিবৃতিতে শিক্ষার্থীরা জানিয়েছেন, পুলিশ বাহিনী কীভাবে একটি ন্যায্য দাবিতে সোচ্চার নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করতে পারে। এটি অত্যন্ত জঘন্য কাজ।
তারা আরও বলেছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশের বর্বরতা নাগরিক ও রাজনৈতিক অধিকারের সম্পূর্ণ লঙ্ঘন ও একাডেমিয়ার ওপর আক্রমণ।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও রাষ্ট্রের উচিত না অস্ত্রসহ কিংবা অস্ত্র ছাড়া বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে সব সময় পুলিশ বাহিনী থাকা উচিত নয়।’
এসএ/