শিক্ষকতা নেশা হিসেবে নিতে হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, পেশা হিসেবে নয়, শিক্ষকতা নেশা হিসেবে নিতে হবে। শিক্ষকতা নেশা হিসেবে নিলেই মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়ন সম্ভব।
সোমবার (৮ মে) দুপুরে নীলফামারী শিল্পকলা মিলনায়তনে সামাজিক উদ্বুদ্ধকরণ ও মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদের একমাত্র অবলম্বন শিক্ষা। শিক্ষা ছাড়া উন্নত দেশ গড়া কোনোভাবেই সম্ভব নয়। আর এ ক্ষেত্রে মায়েদের ভূমিকা সবার উপরে। মায়েরাই সন্তানদের প্রথম শিক্ষক। মানসম্মত শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক দরকার। তাই আমরা এ বছর ৩৭ হাজার মানসম্মত প্রাথমিক শিক্ষক নিয়োগ দিয়েছি।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) শাহ রেজওয়ান হায়াত, জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, নীলফামারী পৌর মেয়র দেওয়ান কামাাল আহমেদ, প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগের উপ-পরিচালক মুজাহিদুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার। আরও বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দীন সরকার ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
এসজি