শিক্ষাপ্রতিষ্ঠানে শোভাযাত্রা করার নির্দেশনা থেকে সরে এলো মাউশি

বাংলা নববর্ষের দিন শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে শোভাযাত্রা করার নির্দেশনা থেকে সরে এলো মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
নববর্ষের আগের দিন বৃহস্পতিবার (১৩ এপ্রিল) মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) রূপক রায়ের স্বাক্ষরিত এক আদেশে নতুন এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলা হয়, রমজানের পবিত্রতা রক্ষা করে এবং ধর্মীয় অনুভূতি বজায় রেখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদ্যাপন করতে হবে।
এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) নববর্ষ উদ্যাপন নিয়ে একটি নির্দেশনা দেয় মাউশি। সেখানে মাউশির আওতাভুক্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে শোভাযাত্রা করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
মাউশির নতুন নির্দেশনায় নববর্ষ উদ্যাপন নিয়ে ১১ এপ্রিলের জারি করা আদেশটি বাতিল করে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে নববর্ষ-১৪৩০ উদ্যাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে।
আরইউ/এমএমএ/
