মেডিকেলের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, রাফসান জামান প্রথম

মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবারের পরীক্ষায় পাস নম্বর পেয়েছেন ৪৯ হাজার ১৯৪ জন। পাশের হার শতকরা ৩৫ দশমিক ৩৪ শতাংশ। গত বছর এ হার ছিল ৫৫ শতাংশের বেশি।
এবারের এমবিবিএস ভর্তি পরক্ষায় প্রথম হয়েছেন রাফসান জামান। রাফসান চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় পেয়েছেন সর্বোচ্চ ৯৪ দশমিক ২৫ নম্বর।
রবিবার (১২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলন করে পরীক্ষার ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এসময় তিনি এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী জানান, এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৯ হাজার ২১৭ জন আবেদনকারীর মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৮১৩ জন।
পাসের হার কমে যাওয়ার কারণ ব্যাখ্যা করে জাহিদ মালেক বলেন, “গত বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এ কারণে পাসের হার ছিল বেশি। এ বছর পুরো সিলেবাসে পরীক্ষা হওয়ায় পাসের হার কম হয়েছে।”
তিনি জানান, উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ৩৫০ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবেন। এর মধ্যে মেধা কোটায় ৩ হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৮ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন এবং উপজাতি কোটায় ৩১ জন ভর্তি হতে পারবেন।
এর বাইরে ৭১টি বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ৭৭২টি আসন পূরণ করা হবে উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দের ভিত্তিতে।
ভর্তি পরীক্ষার ফল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাটে পাওয়া যাচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. টিটু মিয়াসহ কর্মকর্তারা।
এনএইচবি/এএস
