সারাদেশে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সারাদেশে একযোগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০২২-২৩ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া আবেদনের যোগ্যতায় জিপিএ বাড়ানোয় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় একযোগে রাজধানীর ৫টি কেন্দ্রসহ দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়; পরীক্ষা চলে এক ঘণ্টা। এদিকে ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের একটি কেন্দ্র পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, গত বছরের তুলনায় এ বছর মেডিকেলে ভর্তি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে ৪ হাজার। আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে জিপিএ-৮ পেলে মেডিকেলে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করা যেত। এবার জিপিএ বাড়ানো হয়েছে। যাদের জিপিএ-৯ ছিল তারা আবেদন করতে পেরেছে।
তিনি আরও বলেন, সারাদেশে পরীক্ষা হওয়ায় এবার প্রশ্নপত্রের সঙ্গে ট্র্যাকিং ডিভাইস যুক্ত করা হয়েছে এর ফলে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তা ছাড়া এবারও পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রী সংখ্যা বেশি। মোট আবেদনকারীর মধ্যে ৫৪ শতাংশ মেয়ে, আর ৪৬ শতাংশ ছেলে। সেই হিসেবে ছাত্রীর সংখ্যা ছাত্রদের চেয়ে প্রায় সাড়ে ১০ হাজার বেশি। গত কয়েক বছরে দেখা গেছে পাসের ক্ষেত্রেও মেয়েরা এগিয়ে থাকে।
ফল প্রকাশে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, অতিদ্রুত নিরাপত্তার সঙ্গে সারাদেশ থেকে প্রশ্নপত্রের খাতাগুলো সংগ্রহ করা হবে এবং অতি দ্রুততার সঙ্গে ফলাফল প্রকাশ করতে পারব।
উল্লেখ্য, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৩৮৪ জন মেধাতালিকায় এবং ৯৬৬ জন শিক্ষার্থী কোটায় ভর্তির সুযোগ পাবেন। সরকারি মেডিকেল কলেজে ৩ হাজার ৩৮৪ জন প্রার্থী মেধা তালিকা নেওয়া হবে। এ ছাড়া জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় ৩৩ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবেন।
বেসরকারি ৭১টি মেডিকেল কলেজের ৬ হাজার ৭৭২টি আসনের জন্য উত্তীর্ণ শিক্ষার্থীর মধ্য থেকে ৩৩ হাজার ৮৬০ জন শিক্ষার্থী মেধা ও পছন্দের ভিত্তিতে ভর্তির জন্য বিবেচিত হবেন।
এসএন
