কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ

২০২২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসি পরীক্ষায় কুমিল্লা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭২ শতাংশ। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৯৯১ জন শিক্ষার্থী।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান।
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৮৫ হাজার ৮৮০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭৭ হাজার ৯০৭ জন শিক্ষার্থী। বোর্ডে শতভাগ পাস করেছে ৩৭টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা। এই বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৭৫৭ জন মেয়ে শিক্ষার্থী। মেয়েদের শতকরা পাসের হার ৯১ দশমিক ৩৯ শতাংশ। ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৮৪ শতাংশ।
বোর্ডে এবার বিজ্ঞান বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৭৯ শতাংশ। মানবিক বিভাগে ৮৭ দশমিক ৮৬ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় পাসের হার ৯১ দশমিক ১২ শতাংশ।
এদিকে গতবারের চেয়ে এবার কমেছে পরীক্ষার্থী ও পাসের হার। গেল বছর কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ছিল ১ লাখ ১১ হাজার ৬৮০ জন এবং পাসের হার ছিল ৯৭ দশমিক ৪৯ শতাংশ।
বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা বোর্ডে কোনো শিক্ষার্থী পাস করেনি এমন প্রতিষ্ঠান রয়েছে ৫টি। পাস না করা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২টি ফেনী, ২টি ব্রাহ্মণবাড়িয়া এবং ১টি চাঁদপুর জেলার।
এসজি
