৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় কমেছে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা। অপরদিকে একজনও পাস করেনি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এ বছর এ সংখ্যা ৫০টি।
এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় সারা দেশে ২ হাজার ৬৩৭ কেন্দ্রে মোট ৯ হাজার ১৩৯ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এর মধ্যে এক হাজার ৩৩০ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। এ সংখ্যা গতবার ছিল এক হাজার ৯৩৪ টি প্রতিষ্ঠান। সে হিসেবে গতবারের তুলনায় এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ৬০৪ টি।
এ ছাড়া, এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ৫০টি। যা গতবছর ছিল ৫টি। অর্থাৎ গত বছরের তুলনায় এবার শূণ্য পাস করা প্রতিষ্ঠান বেড়েছে ৪৫টি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় রাজধানীর আন্তরিক মাতৃভাষা ইন্সটিটিউটে পরীক্ষার ফল প্রকাশ নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।
এর আগে পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কম্পিউটারের বোতাম চেপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল প্রকাশ করেন। বেলা সোয়া ১১টার দিকে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানেরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
করোনাভাইরাস মহামারি ও বন্যার কারণে পিছিয়ে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৬ নভেম্বর। এতে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ১২ লাখ তিন হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষা দেয়।
এর মধ্যে ছয় লাখ ২২ হাজার ৭৬৯ জন ছেলে ও পাঁচ লাখ ৮০ হাজার ৬১১ জন মেয়ে। এ বছর দুই হাজার ৬৪৯টি কেন্দ্র ও ৯ হাজার ১৮১টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এনএইচবি/এমএমএ/
