অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড

প্রতিবছরের মতো এবারও ইংরেজি মাধ্যম ও ইংরেজি ভার্সন স্কুলের বিপুলসংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড। সারা দেশের শতাধিক স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এবারের দ্বাদশ আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।
২৫ ফেব্রুয়ারি ২০২৩ শনিবার সকাল ৯টায় উত্তরায় স্কুল প্রাঙ্গণে এই আয়োজন শুরু হবে। এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে ১১ মার্চ রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য গত ১ বছর ডিসেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
ভাষার মাসে দেশের ইংরেজি মাধ্যম স্কুলগুলোর অংশগ্রহণে বাংলা ভাষা বিষয়ক সর্ববৃহৎ প্রতিযোগিতা রাজধানীর উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ আয়োজিত আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড।
এ বছরও অন্যান্য বারের মতো এ প্রতিযোগিতার উপদেষ্টা ও বিচারক হিসেবে আছেন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ- লেখক-শিল্পীরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা অলিম্পিয়াডের উপদেষ্টা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, বাংলা অলিম্পিয়াডের উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো- উপাচার্য কবি ড. মুহাম্মদ সামাদ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন।
প্রতিযোগিতার বিচারক হিসেবে থাকবেন আবৃত্তিশিল্পী ডালিয়া আহমেদ, আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা, আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম, নৃত্যশিল্পী লায়লা হাসান, সংগীতশিল্পী চন্দনা মজুমদার, কিরণচন্দ্র রায়, সরকারি সংগীত কলেজের শিক্ষক কমল খালিদ, ইউনুসুর রহমান প্রমুখ।
দ্বাদশ বাংলা অলিম্পিয়াড উপলক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেমিনার কক্ষে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. হাকিম আরিফ, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের প্রিন্সিপাল রোকসানা জারিন, বাংলা অলিম্পিয়াডের সমন্বয়ক এবং ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশের উত্তরা শাখাপ্রধান কামরুল আহসান, স্কুলের চিফ একাডেমিক কো-অর্ডিনেটর শামসিল আরেফিন। এ ছাড়াও স্কুলের শিক্ষক আবুল কাশেম, মো. মিজানুর রহমান প্রমুখ।
এএম/এমএমএ/
