ফের আন্দোলনে শাবিপ্রবির ছাত্রীরা, প্রভোস্টের পদত্যাগ দাবি
আবাসিক হলের সমস্যা সমাধান ও প্রভোস্টদের অসদাচরণের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের আবাসিক ছাত্রীরা। শুক্রবার দুপুরে তারা এ বিক্ষোভ করেন।
তাদের দাবিগুলো হলো, প্রভোস্ট কমিটির পদত্যাগ, হলের যাবতীয় অব্যবস্থাপনা নির্মূল করে হলের সুন্দর ও স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা, ছাত্রীবান্ধব ও দায়িত্বশীল প্রভোস্ট কমিটি নিয়োগ দেওয়া।
এর আগে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত ৮টায় ছাত্রীরা এ আন্দোলন শুরু করেন। প্রথমে সিরাজুন্নেছা ছাত্রী হলের সামনে থেকে বিক্ষোভ শুরু করে পরে রাত ১১টার দিকে শ্লোগান দিয়ে এসে উপাচার্যের বাসভবনের বাইরে অবস্থান নেন।
পরে রাত ২টার দিকে উপার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বাসভবন থেকে বের হয়ে ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি ছাত্রীদের আশ্বস্ত করে দিনেরবেলা দাবিগুলো লিখিত আকারে নিয়ে আসতে বলেন। এর প্রেক্ষিতে ছাত্রীরা অবস্থান থেকে সরে যান।
রাতে আন্দোলনের সময় ছাত্রীরা অভিযোগ করে বলেন, 'হল প্রভোস্ট জাফরিন আহমদ লিজা তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। দাবি-দাওয়া নিয়ে কথা বলতে চাইলে তিনি শিক্ষার্থীদের বলেছেন, ভালো লাগলে হলে থাকো না হয় চলে যাও বলে জানান।'
ছাত্রীরা আরও বলেন, 'দ্বিতীয় ছাত্রী হলের কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে হল প্রভোস্ট ছাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এসব বিষয় নিয়ে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ছাত্রীরা একত্রিত হয়ে নিজেদের মধ্যে আলোচনার পর প্রভোস্টের সঙ্গে কথা বলতে চাইলে হল প্রভোস্ট নিজেকে করোনা আক্রান্ত জানান। তখন ছাত্রীরা সহকারী প্রভোস্টকে পাঠানোর কথা বললে প্রভোস্ট জাফরিন আহমদ লিজা ফের খারাপ আচরণ করেন।'
শিক্ষার্থীদের অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ছাত্রী হলের প্রভোস্ট জাফরিন আহমদ লিজা বলেন, 'রাত ১০ টার দিকে শিক্ষার্থীরা আমাকে ফোন করেছিল। আমি তাদের জানিয়েছি আমি অসুস্থ। তাদের সঙ্গে পরে আলোচনা হবে বলে আমি জানাই। এমনকি এটি নিয়ে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে একটি পোস্টও দেওয়া হয়। কিন্তু তারা হঠাৎ করে কেন এমন করছে তা আমি জানি না। তাদের সঙ্গে কী রকম খারাপ আচরণ হয়েছে সেটিও আমি জানি না।'
এ ব্যাপারে জানতে চাইলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ বলেন, ‘শিক্ষার্থীদের ১০ জন প্রতিনিধি আমার সঙ্গে কথা বলেছে। তাদের ন্যায্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। কিন্তু এখন যারা আন্দোলন করছে আমি তাদের চিনি না।’
তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বেলা ৪টায় জানিয়েছেন, হল প্রভোস্টের পদত্যাগসহ সকল দাবি মেনে না নিলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
/এএন