শিক্ষার্থীদের টিকা
জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত সবার তথ্য দিতে হবে ১৫ জানুয়ারির মধ্যে
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ এর সংক্রমণ রোধ ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সকল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ এর টিকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ জন্য সংশ্লিষ্ট সবার কাছ থেকে অনলাইনে তথ্য চাওয়া হয়েছে। আগামী ১৫ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে এই লিংকে http://103.113.200.28/student_covidinfo/ প্রবেশ করে তথ্যছক পূরণ করে জমা দিতে বলেছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি জাতীয় জনগুরুত্বপূর্ণ ও জনস্বাস্থ্য সম্পর্কিত হওয়ায় অধিভুক্ত কলেজের অধ্যক্ষদের স্ব স্ব কলেজের তথ্যছক পূরণের বিষয়টি নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।
নূন্যতম এক ডোজ টিকা ছাড়া কোনো শিক্ষার্থী ক্লাসে অংশ নিতে পারবে না বলে নির্দেশনা জারি করেছে সরকার। ৩১ জানুয়ারির মধ্যে সারাদেশে ১২ থেকে ১৮ বছর বয়সী সকল শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসা হবে ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এপি/