বেসরকারি বিদ্যালয়ে আসন খালি থাকবে ৬ লাখ ৬৫ হাজার

আগামী শিক্ষাবর্ষে দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থী ভর্তির ফল জানা যাবে নির্ধারিত ওয়েবসাইট ও মেসেজ এর মাধ্যমে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ল্যাপটপের বাটন টিপে লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব খালেদা আক্তার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের কর্মকর্তারা।
এর আগে সোমবার বিকেলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারির ফলপ্রকাশ করা হয়।
চলতি বছর দেশের বেসরকারি বিদ্যালয়ে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে আসন খালি থাকবে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭টি।
অপরদিকে সরকারিতে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। সেই হিসেবে প্রতি আসনে ভর্তির জন্য ৫ দশমিক ৮ জন শিক্ষার্থীকে লড়াই করতে হবে। সরকারি স্কুলের লটারি গতকাল সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়।
২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। তারই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় সরকার।
যেভাবে জানা যাবে ফলাফল
যেকোন টেলিটক মোবাইল নাম্বার থেকে নিম্নোক্ত ফরমেট এ SMS করুন ১৬২২২ নাম্বারে:
SMS Format: GSA<space>RESULT <space>USERID Reply: GSA 2023: ইউজার আইডি, XXX, জন্ম নিবন্ধন: XXX, EIIN: XXX, Class XXXX, Shift: XXX, Version:XXX, Status: XXX, এর জন্য নির্বাচিত
এ ছাড়াও অনলাইনে ফলাফল পেতে নিম্নোক্ত ওয়েব সাইটে ব্রাউজ করুন- Website: https://gsa.teletalk.com.bd
এনএইচবি/এমএমএ/
