আমেরিকায় কম খরচে গ্রাজুয়েশন করার সুযোগ
আমেরিকান আইগ্লোবাল ইউনিভার্সিটি (IGlobal University) ৫০ শতাংশ স্কলারশিপসহ ১০ হাজার ডলারের কম খরচে গ্রাজুয়েশন করার সুযোগ দিচ্ছে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য।
আইগ্লোবাল ইউনিভার্সিটি পুরো চার বছরের ব্যাচেল অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রাম, উইন্টার-২০২২ সেশনের জন্য আবেদন গ্রহণ করছে। এই প্রোগ্রামে বিশ্ববিদ্যালয়টি বাঙালিদের পাশাপাশি বিশ্বের সকল ছাত্র ছাত্রীদের জন্য সুযোগটি দিচ্ছে।
আইগ্লোবাল ইউনিভার্সিটি আমেরিকার ভার্জিনিয়ায় অবস্থিত সর্বপ্রথম বাংলাদেশি মালিকানাধীন একটি ইউনিভার্সিটি। বাংলাদেশের তরুণ প্রজন্মকে আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতায় এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে সবচেয়ে কম চাহিদা রিকোয়ারমেন্ট এবং স্কলারশিপের এই সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। ডিগ্রি গ্রহণ করার পর আইগ্লোবাল ইউনিভার্সিটি ১০০ ভাগ চাকরি পাওয়ার নিশ্চয়তা দিচ্ছে।
আইগ্লোবাল ইউনিভার্সিটিতে ভর্তি হতে ইচ্ছুক বাঙালি শিক্ষার্থীরা ০১৮৮৫৯৮১২৫১-এ যোগাযোগ করতে পারবেন। তাছাড়া ইমেইল করেও যোগাযোগ করতে পারবেন। ই-মেইল ঠিকানা: masuma@peoplentech.com.bd
উন্নত প্রযুক্তি, আন্তর্জাতিক মানের পরিবেশ ও নিশ্চিত ভিসার দিক থেকে যুক্তরাষ্ট্র অনেক এগিয়ে। তাই আইগ্লোবাল ইউনিভার্সিটি কোনো এজেন্সির সঙ্গে যোগাযোগ না করে সরাসরি তাদের দেওয়া মাধ্যমগুলোতে যোগাযোগ করতে অনুরোধ করেছে।
আইগ্লোবাল ইউনিভার্সিটি তাদের প্যাকেজে যেসব সুবিধা দিচ্ছে তা হলো:
১. ১ দিনের মধ্যে আই টোয়েন্টি ভিসার (I20) ব্যবস্থা
২. ভিসা সংক্রান্ত সবরকম সহায়তা
৩. ফিনানশিয়াল গাইডলাইন
৪. স্কলারশিপ ইনফরমেশন
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ০১৮৮৫৯৮১২৫১, ০৯৬১৩৩৩৭৪৪৮
অফিসের ঠিকানা: ১৫১/৭ গুডলাক সেন্টার (৮ম ও ৯ম তলা), পান্থপাথ গিন্যাল, গ্রিনরোড, ঢাকা-১২০৫।
এমআর/