৫০ শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এবার মোট ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এই সংখ্যা ছিল ১৮।
শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা এবার কমেছে। এবার মোট ২ হাজার ৯৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে।
রাজধানীর আন্তর্জতাকি মাতৃভাষা ইনস্টিটিউটে সোমবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এ তথ্য জানান। এ সময় তিনি ফলাফলের বিস্তারিত তুলে ধরেন।
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।
শিক্ষামন্ত্রী জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৯১.২৮ শতাংশ, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯.০২ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮ শতাংশ, যশোর বোর্ডে ৯৫.১৭ শতাংশ, ঢাকা বোর্ডে ৯০.০৩ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.৬১ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৮২ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৮১.১৬ শতাংশ, মাদ্রাসা বোর্ডে ৮২.২২ শতাংশ, কারিগরি বোর্ডে ৮৯.৫৫ শতাংশ।
এ বছর যশোর বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৩০ হাজার ৮৯৩ জন, চট্টগ্রাম বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ১৮ হাজার ৬৬৪ জন, বরিশাল বোর্ডে ১০ হাজার ৬৮ জন, সিলেট বোর্ডে ৭ হাজার ৫৬৫ জন, দিনাজপুর বোর্ডে ২৫ হাজার ৫৮৬ জন, ময়মনসিংহ বোর্ডে ১৫ হাজার ২১৬ জন জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৫৭ জন এবং কারিগরিতে ১৮ হাজার ৬৫৫ জন জিপিএ-৫ পেয়েছে।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীন এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।
আরইউ/আরএ/
