ছাত্র নিহতের ঘটনায় অভিযোগনামা, দুটি তদন্ত কমিটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের

লেখা ও ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শহীদ হবিবুর রহমান হলের তিন তলার বারান্দা থেকে নীচে পড়ে গুরুতর আহত মার্কেটিং চতুর্থ বর্ষের ছাত্র শাহরিয়ার হাসান রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরী বিভাগে মারা যাওয়ার ঘটনাটিতে চিকিৎসকদের অবহেলা ও ছাত্রদের উপর হামলা করার অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রথম দফায় অভিযোগনামা দাখিল করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল শুক্রবার ২১ অক্টোবর বিকেল সাড়ে চারটায় উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তরের কনফারেন্স রুমের জরুরী সভায় সিদ্ধান্তটি গ্রহণ করেছে প্রশাসন।
আজ শনিবার তারা মতিহার বা রাজপাড়া থানায় অভিযোগটি দাখিল করবেন বলে জানিয়েছেন বলে জনসংযোগ দপ্তর প্রশাসক ও সাংবাদিকতার অধ্যাপক ড. প্রদীপকুমার পান্ডে।
অধ্যাপক অধ্যাপক ড. প্রদীপকুমার পান্ডে বলেছেন, ‘আমাদের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে মার্কেটিংয়ের ছাত্র শাহরিয়ারের মৃত্যুর ঘটনায় শহীদ হবিবুর রহমান হল কর্তৃপক্ষকে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করার নির্দেশ প্রদান করা হয়েছে। তাদের কমিটিকে আগামী তিনদিন মানে ৭২ ঘন্টার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।’
‘শহীদ হবিবুর রহমান হল প্রাধ্যক্ষ এবং তদন্ত কমিটির প্রধান অধ্যাপক ড. এম. শরীফুল ইসলামকে ২৪ অক্টোবর সন্ধা ৬টায় বিশ্ববিদ্যালয়ের তরফে শোক সভার আয়োজন করতে অনুরোধ করা হয়েছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক ড. প্রদীপকুমার পান্ডে আরো জানিয়েছেন, ‘চিকিৎসায় অবহেলা, শাহরিয়ার হাসানের মৃত্যু, ছাত্র-ছাত্রীদের ওপর হামলা, সার্বিক ঘটনার যাবতীয় তদন্ত করার জন্য আমাদের পক্ষে ৯ সদস্যবিশিষ্ট একটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক-সামাজিকবিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. এম. ইলিয়াস হোসেন, সদস্যসচিব প্রক্টর অধ্যাপক ড. এম. আসাবুল হক। সদস্যরা হলেন-রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি অধ্যাপক ড. দুলালচন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক ড. এম. কুদরত-ই-জাহান, মার্কেটিংয়ের সভাপতি অধ্যাপক এম. ফরিদুল ইসলাম, সহকারী প্রক্টর আরিফুল ইসলাম, শহীদ হবিবুর রহমান হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম. শরীফুল ইসলাম ও বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. এ. এফ. এম. জাহিদ।’
অভিযোগ দাখিলের পরে মামলা করা হবে কি-না এই প্রশ্নের জবাবে ছাত্র, ছাত্রী সাংবাদিকদের সাংবাদিকতার অধ্যাপক ড. পান্ডে উত্তর দিয়েছেন, ‘না, আমরা আগে অভিযোগনামা দাখিল করব। ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয় এখনই মামলা করছে না। তবে শহীদ হবিবুর রহমান হলে মাকেটিংয়ের ছাত্র শাহরিয়ার হাসানের আহত ও রামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার ঘটনাটির সঙ্গে তাদের যেসব চিকিৎসক, কর্মকর্তা, আনসার জড়িত, তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করছি। আইন অনুযায়ী আমাদের প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে।’
বুধবার রাত সাড়ে ৮ টার দিকে শহীদ হবিবুর রহমান হলের তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে আহত হন মার্কেটিং বিভাগের ছাত্র শাহরিয়ার হাসান । তাকে অত্যন্ত দ্রুত রামেকে নিয়ে যাওয়া হয়। তার বন্ধু ও সহপাঠী এবং বিশ্ববিদ্যালয় অধ্যাপকদের অভিযোগ, চিকিৎসা দিতে দেরি হওয়ার কারণে শাহরিয়ারের মুত্যু হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীদের সঙ্গে রামেকে কর্মরত ইন্টার্ন চিকিৎসক, কর্মকর্তা ও আনসার সদস্যদের মারামারি হয়। আহত হন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।
ওএফএস।
