জাবিতে রবিবার থেকে সশরীরে ক্লাস বন্ধ
বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সশরীরে ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে, অনলাইনে ক্লাস অব্যাহত থাকবে। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমও চালু থাকবে। আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
বুধবার (৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের এক প্রশাসনিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ভারপ্রাপ্ত রেজিস্টার রহিমা কানিজ গণমাধ্যমকে জানিয়েছেন।
রহিমা কানিজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেন, 'আগামী রবিবার থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকবে। রবিবার থেকেই অনলাইনে ক্লাস চলবে। দেশব্যাপী করোনার প্রকোপ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় দাপ্তরিক সব কার্যক্রম চালু থাকবে।'
তিনি জানান, 'স্বল্প সংখ্যক শিক্ষার্থী নিয়ে একাধিক গ্রুপ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলমান পরীক্ষা ও ব্যবহারিক ক্লাসগুলো অব্যাহত থাকবে। প্রয়োজনে একাধিক কক্ষে পরীক্ষাগুলো নেওয়া হবে৷'
গত বছরের ১১ অক্টোবর জাবির হলগুলো খুলে দেওয়া হয় এবং ২১ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হয়।
এপি/