ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানে আগ্রহী করলেন ড. এম. শমসের আলী

‘নেচার ইজ দি বেস্ট টিচার’ নামের বিশেষ সেমিনার করেছে ম্যাসলো বাংলাদেশ ও ইন্সপারেশন ফর হিউম্যান ওয়েলফেয়ার নামের দুটি স্বেচ্ছাসেবী সংগঠন।
এই আয়োজনটি হয়েছে গোপালগঞ্জে, ‘শহীদ শেখ ফজলুল হক মনি’ অডিটোরিয়ামে।
গোপালগঞ্জ সদর উপজেলার সেমিনারে ৫০ জন বিজ্ঞান শিক্ষক ও প্রায় ২শ স্কুল- কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ছাত্রীরা অংশগ্রহণ করেছেন।
প্রধান অতিথি ছিলেন বিখ্যাত বিজ্ঞানের অধ্যাপক ও উন্মৃক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, প্রতিষ্ঠাতা উপাচার্য ও ইমিরেটাস প্রফেসর-সাউথ ইষ্ট ইউনিভার্সিটি পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম. শমশের আলী।
বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. গোলাম কবির, ম্যাসলো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শারমিন আফরোজ সুমী।
গণিত ও বিজ্ঞানের বিভিন্ন স্তরের সঙ্গে দৈনন্দিন জীবনযাত্রার যোগাযোগকে সহজ করতে কত কম খরচে, কত কম আয়োজনে গণিত ও বিজ্ঞান শিক্ষাকে পথে-ঘাটে, গ্রামে, গঞ্জে, শহরে, বন্দরে জীবনঘনিষ্ট করে ছড়িয়ে দেওয়া যায়-এই আলোচনা করেন অধ্যাপক ড. এম. শমসের আলী।
তিনি শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান বিষয়াবলী সহজ ও বোধগম্যভাবে জীবন এবং পরিবেশভিত্তিক করতে অনেক উদাহরণ তুলে ধরেন।
অধ্যাপক ড. এম. শমসের আলী আরো বলেন, ‘শিক্ষকদের আরো ভালোভাবে জানতে হবে, বিজ্ঞান ও গণিত পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ নয়। আরো বেশি করে পাঠ্যপুস্তকের বাইরে প্রকৃতিতে যে জীবনরাজি বিরাজ করে, বিজ্ঞানের কত সুন্দর ব্যবহার রয়েছে-তাদের কাছে তুলে ধরতে হবে।’
ম্যাসলো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর শারমিন আফরোজ সুমী বলেছেন, ‘আমাদের প্রকৃতি সম্পর্কে আরো ভালো ধারণা লাভ ও কাজ করতে হবে।’
শারমিন আফরোজ সুমী বলেছেন, ‘প্লাস্টিকের ব্যবহার সম্পর্কে আরো সচেতন হতে হবে।’
ওএফএস।
