এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ শুরু, ডিএমপির নিষেধাজ্ঞা জারি
ছবি: সংগৃহীত
বৈশ্বিক মহামারি করোনা সংক্রমণের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা প্রায় আট মাস পিছিয়ে অবশেষে বৃহস্পতিবার (২ ডিসেম্বর) শুরু হচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক নিষেধাজ্ঞা জারি করেছে।
গতকাল বিকালে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিষেধাজ্ঞা আরোপের অংশ হিসেবে সকল কেন্দ্রের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী ব্যতীত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ। পরীক্ষার দিনগুলোতে এই আদেশ বহাল থাকবে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) বিভাগের নির্দেশনায় পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে ঢুকে আসন গ্রহণ করতে হবে। নির্দেশনায় একজন শিক্ষার্থীকে কেন্দ্রে পৌছে দিতে একজনের বেশি অভিভাবকে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই মাস্ক পরে যেতে হবে।
দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় ১৩ লাখ ৯৯ হাজার ৬৯০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর তত্ত্বীয় বিষয়ে পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে।
এপি/এএন