লেখা ও ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় রাজশাহী ইউনির্ভাসিটি সায়েন্স ক্লাব (আরইউএসসি)’র আয়োজনে ‘৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান উৎসব-২০২২ এর রেজিস্ট্রশন শুরু হচ্ছে।
এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৬ সেপ্টেম্বর। চলবে টানা ১৮ সেপ্টেম্বর, রাত ১২টা পর্যন্ত।
চলতি মাসের ২৪ ও ২৫ তারিখে অনুষ্ঠিত হবে বিজ্ঞানপ্রেমীদের মিলনমেলা। টেকসই উন্নয়নের নয়টি লক্ষ্যকে সামনে রেখে এবারের আয়োজন বলে জানিয়েছেন আরইউএসসির গণমাধ্যম সম্পাদক আরিফুল ইসলাম।
তারা আরো জানিয়েছেন, “দুই দিনের ‘৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান উৎসব-২০২২’-এ ‘সায়েন্স অলিম্পিয়াড’, ‘প্রজেক্ট শো’, ‘প্রগ্রমিং কনটেস্ট’, ‘৩ মিনিট থিসিস প্রেজেন্টেশন’, ‘ওয়াল ম্যাগাজিন শো’, ‘পোস্টার প্রেজেন্টেশন’, ‘সায়েন্টিফিক স্টোরি রাইটিং’, ‘সায়েন্টিফিক পেইন্টিংস’, ‘সায়েন্টিফিক স্পিচ’, ‘রুবিক্স কিউব’ ও ‘সায়েন্টিফিক ফটোগ্রাফি প্রতিযোগিতা’ থাকছে।”
এসব ক্যাটাগরিগুলোতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন।উৎসবের সব দর্শকের জন্য ‘সিক্স ডি’, ‘নাইন ডি’তে সিনেমা দেখানোর ব্যবস্থা থাকবে।
রাজশাহী ইউনিভাসিটি সায়েন্স ক্লাব (আরইউএসসি) ২০১৫ সালে যাত্রা করেছে। বিজ্ঞানের প্রসারের জন্য বিষয়ভিত্তিক অনেকগুলো অলিম্পিয়াড, বিজ্ঞান ক্যাম্প, বিজ্ঞান ভিত্তিক দিবসগুলো পালন, কুইজ, সেমিনার, কনফারেন্সে, কর্মশালা, স্কুল সায়েন্স শো, বৃক্ষরোপণ, সামাজিক সচেনতামূলক বিভিন্ন আয়োজন করেছে।
উল্লেখ্য যে করোনাকালীন সামাজিক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করেছে সংগঠনটি।
‘৬ষ্ঠ 'জাতীয় বিজ্ঞান উৎসব' ২০২২’-এর সহযোগী হিসাবে আছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, প্রথম আলো এছাড়াও সাপোর্টং পার্টনার হিসাবে থাকছে ইএমকে সেন্টার, চিরকুট স্মার্ট শপিং, প্রকাশনা সহযোগী ইউপিএল (ইউনিভার্সিটি প্রেস লিমিটেড) ম্যাগাজিন পার্টনার ‘বিজ্ঞান চিন্তা’, বলেছেন সভাপতি আবিদ হাসান। তিনি পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মাস্টার্সের ছাত্র।
তাদের অফিশিয়াল মোবাইল নম্বর হলো- ০১৭২৩২৭৩০২১