শুরু হলো ববি’র প্রথম সাঁতার ও ওয়াটার পোলো লড়াই

লেখা ও ছবি : বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
নদীর দেশ বরিশালের একমাত্র সরকারী বিশ্ববিদ্যালয় ‘বরিশাল’র ইতিহাসে ‘প্রথম আন্ত:বিভাগ সাঁতার ও ওয়াটার পোলো-২০২২’ প্রতিযোগিতা শুরু হয়েছে।
আজ বুধবার ৭ সেপ্টেম্বর বেলা ১২ টায় বেলুন, ফেষ্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন প্রধান অতিথি ও ছাত্রবান্ধব শিক্ষক উপাচার্য অধ্যাপক ড. এম. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে তিনি ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক রিফাত মাহমুদের সভাপতিত্ব করেছেন।
অতিথিদের মধ্যে ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক; ছাত্র ও ছাত্রী হলগুলোর প্রভোস্ট, সব বিভাগের প্রধান, টিএসসির পরিচালক, বিভাগগুলোর অধ্যাপকরা, দপ্তরগুলোর প্রধান, আগ্রহী ক্রীড়ামোদী শিক্ষার্থীরা।
এবারের আন্ত:বিভাগ সাঁতার প্রতিযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের মোট ১৬টি বিভাগের ৬৪ জন ছাত্র, ছাত্রী লড়ছেন। ওয়াটার পোলোতে ১২টি বিভাগের ৯৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
মাসব্যাপী এই প্রতিযোগিতার পর্দা নামবে ৮ সেপ্টেম্বর।
উদ্বোধনে উপাচার্য অধ্যাপক ড. এম. ছাদেকুল আরেফিন বলেছেন, ‘শিক্ষা, গবেষণা ও সহ-শিক্ষা কার্যক্রমের আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে অনন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে তৈরি করতে এই আয়োজন।
তিনি বলেছেন, ‘সকলকে একযোগে কাজ করার পাশাপাশি সহনশীলতার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে ও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক রিফাত মাহমুদ বলেছেন, ‘প্রথম বরিশাল বিশ্ববিদ্যালয় আন্ত:বিভাগ সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতার আয়োজন হলো। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে যারা ভালো করবে তারা হবে সবার সেরা। তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে আন্ত:বিশ্ববিদ্যালয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলোতে পাঠাতে চাই। ফলে আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সুনাম আরো ছড়িয়ে যাবে এই আশা।’
ওএফএস।
