এনএসইউ’র রেহেনা ও বেনজীরকে দুদকে তলব
অর্থ আত্মসাত, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহেনা রহমান ও বেনজীর আহমেদকে মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১০ টায় দুদকে তলব করা হয়েছে।
রবিবার (১ জানুয়ারি) দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৯ ডিসেম্বর দুদকের অনুসন্ধান টিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহেনা রহমান ও বেনজীর আহমেদকে ওই দিন দুদকে উপস্থিত হতে বলা হয়েছে।
এ দিকে সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের জন্য হস্তক্ষেপ কামনা করেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন।
মানববন্ধন থেকে অভিযোগ করা হয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আজিম-কাসেম সিন্ডিকেটের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের জন্য কম মূল্যের জমি বেশি দামে কেনা, ডেভেলপার্স কোম্পানি থেকে কমিশন নেওয়া, ট্রাস্টি বোর্ডের সদস্যের জন্য বিলাসবহুল গাড়ি কেনা, এক লাখ টাকা করে সিটিং অ্যালাউনস ও অনলাইনে মিটিং করেও সমপরিমাণ ভাতা গ্রহণের অভিযোগ রয়েছে।
এ ছাড়া নিয়ম ভেঙে ফান্ডের কোটি কোটি টাকা নিজেদের মালিকানাধীন ব্যাংকে এফডিআর, মঞ্জুরি কমিশনের নির্দেশনা অমান্য করে কয়েকগুণ শিক্ষার্থী ভর্তি, অতিরিক্ত বিভাগ খোলা, হত্যা মামলায় সাজাপ্রাপ্ত জঙ্গি নাফিস ইমতিয়াজকে পুনরায় ভর্তি করে জঙ্গি আতঙ্ক তৈরিসহ নানা অভিযোগ রয়েছে।
এরপর গত বছরের ২২ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বলা হয়, বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য আজিম উদ্দিন, এমএ কাসেম, রেহানা রহমান, মোহাম্মদ শাহজাহান, বেনজীর আহমেদসহ বোর্ড অব ট্রাস্টির সিন্ডিকেটের দুর্নীতির ফিরিস্তি তুলে ধরে তাদেরকে অব্যাহতি প্রদান, দেশত্যাগে নিষেধাজ্ঞা ও গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এনএইচ/এমএমএ/