‘ডা. রোকেয়া আবসার শিক্ষাবৃত্তি’ চালু করলো ‘রাবি’

লেখা ও ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।
আজ তিনটি বিশেষ আয়োজন শুরু করেছেন উত্তরবঙ্গের প্রধান বিশ্ববিদ্যালয় ‘রাজশাহী’।
বিশ্ববিদ্যালয়ের ‘মাদার বখশ হল’-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের মহানায়ক ও স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে 'হৃদয়ে বঙ্গবন্ধু’ কর্ণার চালু করা হয়েছে।
এই কর্ণারে সাজানো আছে তার জীবনের নানা মুহূর্তের ছবি।
আরো আছে বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ের ওপর ৫শর বেশি বই।
আজ শনিবার বিকেল পাঁচটায় কর্ণার চালু করেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
এর আগে তিনি ইনডোর গেমসের উদ্বোধন করেছেন।
তারপর ‘ডা. রোকেয়া আবসার শিক্ষাবৃত্তি’ প্রদান শুরু করা হয়েছে।
তিনটি অনুষ্ঠান নিয়ে একটি সভার আয়োজন করেছেন তারা। তখন উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেছেন, ‘আমাদের প্রতিটি হলে এমন একটি বঙ্গবন্ধু কর্ণার রাখা দরকার। কেননা, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ। তাই তাকে শুধু অধ্যায়ন করলেই হবে না, অন্তরে ধারণ করতে হবে। বাংলাদেশ ও বাঙালী জাতীয়তাবাদ বিকাশে বঙ্গবন্ধুর অবদান অবিস্মরণীয়।’
মাদার বখশ হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম. শামীম হোসেন বলেছেন, ‘আমাদের বঙ্গবন্ধু কর্ণার আকারে ছোট হলেও বিশালত্ব অনেক। কর্ণারের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আন্দোলনের অন্যতম নায়কের নামের এই হলের আবাসিক শিক্ষার্থীরা বাংলাদেশ জাতি রাষ্ট্র গঠনে বঙ্গবন্ধুর অবদান ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।’
অধ্যাপক ড. এম. শামীম হোসেন আরো বলেছেন, ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে জানার আমাদের কাছে এখন অনেক তথ্য, উপাত্ত আছে। ছাত্রলীগের নেতা, কর্মী এবং আওয়ামী লীগের মানুষরা অনেক কিছু জানতে পারবেন। নতুন প্রজন্মের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর অসমাপ্ত চিন্তা ও ভাবনাগুলো সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবে। তাকে নিয়ে সবার জানার সুযোগ আরও প্রসারিত হবে।’
এ বছর মাদার বখশ হলের বিভিন্ন বিভাগের ছয়জন নানা বর্ষের ছাত্রকে ‘ডা. রোকেয়া আবসার শিক্ষাবৃত্তি’ প্রদান করা হয়েছে। এবার থেকে এই শিক্ষাবৃত্তি চালু হয়েছে ও প্রতি বছর ছয়জন গরিব, মেধাবীকে বৃত্তিগুলো প্রদান করা হবে বলে জানিয়েছেন ব্যবস্থাপনা অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. শামীম হোসেন।
এই আয়োজনগুলোতে অ্যাকাডেমিক উপ-উপাচার্য ড. মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবদুস সালাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড.প্রদীপ কুমার পান্ডে, ছাত্র উপদেষ্টা তারেক নূর মামুন, মাদার বখশ হলের আবাসিক শিক্ষকরা, হলের বিভিন্ন বিভাগের নানা বর্ষের ছাত্ররা অংশ নিয়েছেন।
ওএফএস।
