বশেফমুবিপ্রবিতে এতিমরা পেল ভালো খাবার

লেখা ও ছবি : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেফমুবিপ্রবি)তে আজ সূর্য ওঠার সঙ্গে, সঙ্গে প্রতিটি ভবন ও গুরুত্বপূর্ণ স্থানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করেছেন তারা।
পুরো ক্যাম্পাসে শোক র্যালি করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের মুর্যালে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের নেতৃত্বে প্রশাসন ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে।
প্রভোস্ট ড. মোহাম্মদ ফরহাদ আলী, ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ড. সৈয়দ নাজমুল হুদা, ড. এ.এইচ. এম. মাহবুবুর রহমান, এনামুর রহমান, মো. ফখরুল ইসলাম চৌধুরী, ইলিয়াস উদ্দিন, মির্জা আবদুল হালিম, সাব্বির হোসেন, এস. এম. আল-ফাহাদ, আবদুল গফুর প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব এবং তাদের ছেলে, মেয়ে, পুরো পরিবারসহ নিহত হওয়ার ৪৭তম শাহাদাতবার্ষিকী জাতীয় শোক দিবসে আজ অসহায়, দুস্থ ও এতিমদের খাবার দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
বাদ জোহর প্রশাসনিক ভবনে বাংলাদেশের জন্মদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব-এই বিশ্ববিদ্যালয় যার নামে, তাদের পরিবারের সকল শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদে অংশ নিয়েছে বিশ্ববিদ্যালয়ে পরিবার।
বকুলতলায় আলোচনা সভা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সুশান্ত কুমার ভট্টাচার্য্য সভাপতিত্ব করেছেন।
বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস উদ্দিন উপস্থাপনা করেছেন।
আলোচনায় বক্তব্য দিয়েছেন-কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল মাননান, উন্নয়ন ও পরিকল্পনা বিভাগ পরিচালক অধ্যাপক কর্নেল (অব.) কাজী শরীফ উদ্দিন, ফিশারিজের চেয়ারম্যান ড. আবদুস ছাত্তার, সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল বারী মামুন, ইইই (ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারি)'র চেয়ারম্যান ড. মো. রাশিদুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)’র চেয়ারম্যান অধ্যাপক হুমায়ূন কবির, গণিতের চেয়ারম্যান অধ্যাপক রিপন রায়, অফিসার্স অ্যাসোসিয়েশন সভাপতি মির্জা আবদুল হালিম, কর্মচারী সমিতির মনিরুজ্জামান মণি প্রমুখ।
ওএফএস।
