সাংবাদিকদের তথ্য দেওয়ায় জাবি ছাত্রীকে শোকজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সাংবাদিকদের তথ্য দেওয়ার অভিযোগে ৪৯তম ব্যাচের এক ছাত্রীকে শোকজ করেছে হল কর্তৃপক্ষ। শোকজ পাওয়া শিক্ষার্থী হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের মিতু মনি।
বুধবার (১০ আগস্ট) ওই শিক্ষার্থীকে শোকজ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহা. মুজিবুর রহমান। তিন কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে।
এর আগে র্যাগিংয়ের অভিযোগে হল প্রাধ্যক্ষ বরাবর অভিযোগপত্র দেন মিতু মনি। সেইসঙ্গে র্যাগিংয়ের বিষয়টিও সাংবাদিকদের জানান। তবে প্রাধ্যক্ষের অভিযোগ হলো প্রশাসনকে জানানোর আগেই সাংবাদিকদের অভিযোগ দিয়েছে ওই ছাত্রী। যে কারণে তাকে শোকজ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জাবি শিক্ষার্থী মিতু মনি ঢাকাপ্রকাশ-কে বলেন, রাতভর র্যাগিংয়ের শিকার হয়েছি। সেই অভিযোগ প্রাধ্যক্ষ বরাবর জানিয়েছি। সাংবাদিকরা হয়তো কোনও সোর্স থেকে এ তথ্য পান। যখন তারা আমাকে কল দিয়ে জানতে চান আমি তাদেরকে ব্যাপারটা বলি। এখানে আমার দোষ কি? সাংবাদিকদের তো সোর্সের অভাব নেই, তারা হয়তো কোনও সোর্স থেকে তথ্য পেয়েছে। সাংবাদিকদের তথ্য দেওয়া কি দোষের।
এ ব্যাপারে কথা বলার জন্য বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহা. মুজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এসআইএইচ
