আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে
এবারের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হওয়ায় এই দুই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় তিনি এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হয়েছে। সে কারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে আয়োজন করা হবে। আগামী বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যাতে সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হয় সেজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ এবং পাশের হার বৃদ্ধি পাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, এবার বিশেষ পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত সিলেবাসে তিনটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে। বাকি বিষয়গুলোর মূল্যায়ন অষ্টম শ্রেণির জেএসসি পরীক্ষার ওপর করা হয়েছে। সে কারণে হয়তো দুই সূচকে পাসের হার বৃদ্ধি পেয়েছে। এতে করে শিক্ষার মান বেড়ে গেছে তা বলা যাবে না।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাফিল ও কারিগরি শিক্ষাবোর্ডের ভোকেশনাল পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এর মধ্যে সাধারণ শিক্ষাবোর্ডের এসএসসির পাসের হার ৯৪ দশমিক ০৮ শতাংশ, দাখিলের পাশের হার ৯৩ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডের ভোকেশনাল পরীক্ষায় পাশের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
এপি/এসএ/