জিপিএ-৫ এ এগিয়ে রাজশাহী, পিছিয়ে সিলেট
পাসের হারে এগিয়ে ময়মনসিংহ, পিছিয়ে বরিশাল
এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ১১ শিক্ষা বোর্ডের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। আর পিছিয়ে রয়েছে বরিশাল শিক্ষা বোর্ড। তবে জিপিএ-৫ এর দিক থেকে এগিয়ে রয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড। এ দিক থেকে পিছিয়ে রয়েছে সিলেট শিক্ষা বোর্ড।
৯ সাধারণ শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৯৪ দশমিক ০৮ শতাংশ। এর মধ্যে ময়মনসিংহের পাসের হার সর্বোচ্চ ৯৭ দশমিক ৫২ শতাংশ আর সর্বনিম্ন বরিশাল শিক্ষা বোর্ডের ৯০ দশমিক ১৯ শতাংশ। অন্য বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডের পাসের হার ৯৩ দশমিক ১৫, সিলেট শিক্ষা বোর্ডের ৯৬ দশমিক ৭৮, চট্টগ্রামের ৯১ দশমিক ১২ শতাংশ, কুমিল্লার ৯৬ দশমিক ২৭ শতাংশ, রাজশাহীর ৯৪ দশমিক ৭১শতাংশ, দিনাজপুরের ৯৪ দশমিক ৮০ শতাংশ আর যশোরে ৯৩ দশমিক ০৯ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার পাসের হার ৯৩ দশমিক ২২ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডের ভোকেশনাল পরীক্ষায় পাশের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
জিপিএ-৫ পাওয়ার দিক থেকে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের মধ্যে শীর্ষে রয়েছে রাজশাহী বোর্ড। মোট ২ লাখ ৬ হাজার ৩১৪ জন শিক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ২৭ হাজার ৭০৯ জন। শতাংশের হিসেবে ১৩ দশমিক ৪৩। সবচেয়ে কম জিপিএ-৫ পেয়েছে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা। ১ লাখ ১৯ হাজার ৫৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮৩৪ জন। শতাংশের হিসেবে ৪ দশমিক ০৪। অন্য শিক্ষা বোর্ডগুলোর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ঢাকা বোর্ড ১০ দশমিক ৪৯ শতাংশ, কুমিল্লা ৬ দশমিক ৬৬ শতাংশ, যশোর ৯ দশমিক ২১ শতাংশ, চট্টগ্রাম ৮ দশমিক ০৬ শতাংশ, বরিশাল ৯ দশমিক ০৪ শতাংশ, দিনাজপুর ৯ দশমিক ০৯ শতাংশ এবং ময়মনসিংহ ৭ দশমিক ৭১ শতাংশ।
কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৫ হাজার ১৮৭ জন। মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৫৫ হাজার ৫১৪ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৩ দশমিক ৩৪ শতাংশ।
মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ৩১৩ জন। মোট পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৯২ হাজার ৫৬৯ জন। শতাংশের হিসেবে ৪ দশমিক ৮৯।
আজ বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেন। এরপর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পরীক্ষার বিস্তারিত তথ্য তুলে ধরেন।
এবার ৯টি সাধারণ শিক্ষাবোর্ডের এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাফিল ও কারিগরি শিক্ষাবোর্ডের ভোকেশনাল পরীক্ষায় গড় পাসের হার ৯৩ দশমিক ৫৮ শতাংশ। এর মধ্যে সাধারণ শিক্ষাবোর্ডের এসএসসির পাসের হার ৯৪ দশমিক ০৮ শতাংশ, দাখিলের পাশের হার ৯৩ দশমিক ২২ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডের ভোকেশনাল পরীক্ষায় পাশের হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ।
এ বছর করোনাভাইরাস সংক্রমণের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে শেষ হয় ২৩ নভেম্বর।
এবার সংক্ষিপ্ত সিলেবাসে গ্রুপভিত্তিক তিনটি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্য আবশ্যিক বিষয় ও চতুর্থ বিষয়ের পরীক্ষা হয়নি। এসব বিষয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার নম্বরের ভিত্তিতে ‘ম্যাপিং’ করে নম্বর দেওয়ার কথা জানানো হয়।
এসএসসির ফল জানা যাবে যেভাবে
www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানা যাবে।
মোবাইল এসএমএসের মাধ্যমে ফল জানতে এসএসসি শিক্ষার্থীদের জন্য SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2021 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।
দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2021 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2021 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।
এছাড়া জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অফিস থেকে ফলাফলের কপি সংগ্রহ করা যাবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
ভর্তি প্রক্রিয়া ৫ জানুয়ারি থেকে
এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সূচি চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তির জন্য অনলাইন আবেদন আগামী ৫ জানুয়ারি শুরু হয়ে চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর তিন ধাপে ফল প্রকাশ ও ভর্তি সম্পন্ন হবে। ভর্তির আবেদন ফি নির্ধারণ হয়েছে ১৫০ টাকা। ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে ২ মার্চ থেকে।
এপি/এসএ/