এমপিওভুক্তি সংক্রান্ত আপিল শুনানির ফল প্রকাশ ১৫ দিনের মধ্যে

শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তি সংক্রান্ত আপিল শুনানির ফলাফল আগামী ১৫ দিনের মধ্যে প্রকাশ করা হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও সংক্রান্ত আপিল শুনানি গত ২ থেকে ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীকের উপস্থিতিতে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবলকাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ এর আলোকে সারা দেশের বিভিন্ন স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) এমপিওভুক্তির জন্য গত বছরের ৩০ সেপ্টেম্বর গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
এতে অনলাইনে আবেদন গ্রহণের সময়সীমা বেঁধে দেওয়া হয় গত বছরের ১০ থেকে ৩১ অক্টোবর তারিখ পর্যন্ত। অনলাইনে ৪ হাজার ৭২৯টি আবেদন পাওয়া যায়।
যাচাই বাছাই শেষে এমপিও প্রাপ্তির জন্য যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠান নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৬৬৬টি, মাধ্যমিক বিদ্যালয় ১ হাজার ১২২টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৩৬টি, উচ্চ মাধ্যমিক কলেজ ১০৯টি এবং ডিগ্রি কলেজ ১৮টিসহ সর্বমোট দুই ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য গত ৬ জুলাই আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। অবশিষ্ট ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য যোগ্য বিবেচিত হয়নি।
যেসকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ার যোগ্য বিবেচিত হয়নি, সেসব শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে নীতিমালার ১৬ দশমিক ৪ ধারা অনুযায়ী আপিল আবেদনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আপিল আবেদন গ্রহণের নির্ধারিত সময়সীমা ছিল গত ২১ জুলাই পর্যন্ত।
প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সারা দেশ থেকে সর্বমোট ১ হাজার ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের আপিল আবেদন পাওয়া যায়। আপিল শুনানিতে ১ হাজার ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৫৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ গ্রহণ করে এবং ১৭১টি শিক্ষাপ্রতিষ্ঠান আপিল শুনানিতে অনুপস্থিত থাকে।
এনএইচবি/এসএন
