মাধ্যমিকে যুক্ত হচ্ছে বয়ঃসন্ধিকালীন যৌনস্বাস্থ্যের পাঠ
মাধ্যমিকের পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে যৌন ও প্রজনন স্বাস্থ্যের পাঠ। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জাতিসংঘের সংস্থা ইউএনএফপিএ নির্মিত শাহানা কার্টুনের মাধ্যমে এই পাঠ দেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ ব্যাপারে নির্দেশনা জারি করেছে। নির্দেশনার সঙ্গে পাঠ পরিকল্পনা ও শ্রেণিকক্ষে শাহানা কার্টুন ব্যবহারের নির্দেশিকা যুক্ত করা হয়েছে।
মাউশির নির্দেশনায় বলা হয়েছে, ইউএনএফপিএ নির্মিত শাহানা কার্টুনের বিষয়বস্তু হলো বয়ঃসন্ধিকালীন যৌন, প্রজননস্বাস্থ্য ও অধিকার এবং সবার জন্য লিঙ্গসমতা। সংযুক্ত পাঠপরিকল্পনা ও গাইডলাইন অনুযায়ী শাহানা কার্টুন ষষ্ঠ থেকে নবম–দশম শ্রেণির জাতীয় কারিকুলামের সহায়ক শিক্ষা উপকরণ হিসেবে দেশের সব মাধ্যমিক স্কুলে ব্যবহার করা হবে। ইতিমধ্যে শাহানা কার্টুনের সিডি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণের জন্য সব জেলা শিক্ষা অফিসে পাঠানো হয়েছে।
শ্রেণীকক্ষে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার এবং জেন্ডার সমতা বিষয়টি যথাযথভাবে জানানোর জন্য ‘শাহানা কার্টুন’এর ৬টি পর্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে বলে মাউশি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
এপি/