কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৯৫ শতাংশ উপস্থিত
লেখা ও ছবি : প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশের ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ের অংশ হিসেবে গুচ্ছ পদ্ধতিতে ২০২১-’২২ শিক্ষাবর্ষের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষা নিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
আজ শনিবার, ৩০ জুলাই, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রধান কেন্দ্রসহ আটটি উপকেন্দ্রে ভর্তি পরীক্ষা নিয়েছেন শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাংবাদিক ঢাকাপ্রকাশ ২৪.কমের প্রতিনিধিকে পরীক্ষা কমিটির আহ্বায়ক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুর রহমান জানিয়েছেন, “এই শিক্ষাবষের ‘ক’ ইউনিটের জন্য মোট ফরম কিনেছে ৯ হাজার ১১ জন। বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোতে ভর্তি পরীক্ষা দিতে এসেছে ৮ হাজার ৫শ ৩৫ জন ছাত্র, ছাত্রী।”
‘শতকরার হিসেবে এই অংশগ্রহণের হার অত্যন্ত সাফল্যজনক। মোট ৯৪. ৭২ শতাংশ উপস্থিত হয়েছে।’
‘নানা কারণে অনুপস্থিত ছিল ৪শ ৭৬ জন বা ৫.২৮ শতাংশ ছাত্র, ছাত্রী।’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়হসহ টিচার্স ট্রেনিং কলেজ, কুমিল্লা; কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ, শালবন মাধ্যমিক বিদ্যালয়, ক্যান্টনমেন্ট কলেজসহ মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষা ভালোভাবে সম্পন্ন হয়েছে।
কেন্দ্রগুলো পরিদর্শন ও ডিউটি দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
তিনি তার ও জেলার সাংবাদিকদের জানিয়েছেন, ‘আমরা ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলাম। আইন শৃঙ্খলা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাফিকিংও ছিল। সার্বিক নিরাপত্তায় জেলা ম্যাজিস্ট্রেট কাজ করেছেন। আমাদের রোভার স্কাউটস এবং বিএনসিসিও যথাযথ দায়িত্ব পালন করেছে। সকলের সহযোগিতার ফলে কোনো ধরণের কোনো অপ্রীতিকর ঘটনা পরীক্ষা চলাকালে ঘটেনি।’
ছবি : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন পরীক্ষার হলে ডিউটি করছেন।
ওএস।