বাউয়েটের ইংরেজি বিভাগে এমএ শুরু হলো
‘বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)'-এ ইংরেজি বিভাগের ‘এমএ’ কার্যক্রম চালু হয়েছে।
নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর প্রোগ্রামটির প্রথম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ হয়েছে।
রবিবার ২৪ জুলাই সকাল সাড়ে আটটায় ক্যাম্পাসে সেন্ট্রাল লেকচার হল বা স্কাইলাইট হলে আয়োজন ছিল।
শুরুতেই নবাগতদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে।
প্রধান অতিথি ছিলেন বাউয়েট উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল।
মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেছেন, ‘ইংরেজিতে এমএ প্রোগ্রাম চালু হওয়ার মাধ্যমে বিভাগ পরিপূর্ণতা পেল।’
ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল জানিয়েছেন, ‘ক্রমান্বয়ে অন্যান্য বিভাগেও মাস্টার্স কোর্স চালু করা হবে।’
অধ্যাপকদের প্রতি ভিসি স্যার আহবান জানিয়েছেন, ‘উচ্চ শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা যেন সমাজের সার্বিক উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারে, সে লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।’
অনুষ্ঠান উপস্থাপনা করেছেন ইংরেজি বিভাগের প্রভাষক মো. নূরুল কাইউম।
সভাপতি ছিলেন ইংরেজির প্রধান অধ্যাপক মো. হামিদুর রহমান।
বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্ণেল শেখ শামীম হোসেন (অব.) ও প্রক্টর স্যার।
সিএসই'র প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা এবং ছাত্র কল্যাণ উপদেষ্টা ও সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক প্রধান আল আমিন বক্তৃতা করেছেন।
এমএ শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দিয়েছেন তাবাসসুম জামান সাফা।
উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধানগণ, ডেপুটি রেজিস্ট্রার, ইংরেজি বিভাগের সব অধ্যাপক, বিভাগের ছাত্র ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ওএস।