ইসলামী বিশ্ববিদ্যালয়ে শারীরিক শিক্ষা ও চার বিভাগে ভিন্ন পরীক্ষা
লেখা ও ছবি : প্রতিনিধি ইসলামী বিশ্ববিদ্যালয়।
২২টি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষার অর্ন্তভুক্ত কুষ্টিয়ার একমাত্র বিশ্ববিদ্যালয় ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’।
তাদের চারটি বিশেষ বিভাগে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগগুলো ‘ডি’ ইউনিটের অধীনে, জানিয়েছেন তারা। ধর্মতত্ব অনুষদের ‘আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ’, ‘আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ’, ‘দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’; কলা অনুষদভুক্ত ‘আরবী ভাষা ও সাহিত্য’।
এছাড়াও বিজ্ঞান অনুষদের অধীন নামকরা ‘শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ’-এও আলাদাভাবে পরীক্ষা গ্রহণ করা হবে।
পাঁচটি বিভাগেই ১ আগষ্ট থেকে আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়া শুরু হবে। কার্যক্রম চলবে ১৩ আগষ্ট পযন্ত।
১ আগষ্ট রাত ১২টা থেকে ১৩ আগষ্ট রাত ১১টা ৫৯ মিনিটে আবেদন জমা দিতে হবে। ওই সময়ের পর কোনো আবেদন জমা দিলে বাতিল করা হবে।
আবেদন ফরমের ফি বিজ্ঞানের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ১ হাজার টাকা।
‘ডি’ ইউনিটের বিশেষ চারটি বিভাগে ১২শ ৫০ টাকা।
মোবাইল ব্যাংকিং বিকাশ, রকেট, নগদ অ্যাকাউন্টের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে। ফিরতি এসএমএসে টাকা প্রাপ্তি জানানো হবে।
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ১০০ নম্বরের বহুনির্বাচনী বা এমসিকিউ পরীক্ষা হবে। ব্যবহারিক আছে।
‘আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ’, ‘আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ’, ‘দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ’ ও ‘আরবী ভাষা ও সাহিত্য’ বিভাগগুলোতে ৮০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা হবে।
প্রতিটি ভুলের জন্য প্রশ্ন প্রতি ০.২৫ নম্বর কাটা হবে।
বিদেশের ছাত্র, ছাত্রীদের কোটাভিত্তিতে এই চার বিভাগে ভর্তি করা হবে।
সব ইউনিট ও প্রতিটি বিভাগেই ২০১৭, ’১৮ ও ’১৯ সালের মাধ্যমিক পাশ করা ছাত্র, ছাত্রীদের ভর্তি পরীক্ষা নেবার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। আর ২০২০ ও '২১ সালে তাদের মধ্যে এইচএসসি বা সমমানে পাশ করা ছাত্র, ছাত্রীরা ভর্তি পরীক্ষা দিয়ে পড়ালেখা করতে পারবেন।
ডি ইউনিটের চার বিভাগের সাধারণ ছাত্র, ছাত্রীদের ইসলাম বিষয়াবলী থাকতে হবে। মাদ্রাসা বোর্ডে পাশ হতে থাকতে হবে অন্যদের।
২৭ আগস্ট ‘ডি’ ইউনিটভুক্ত চার বিভাগ ও পরদিন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে-এও অনলাইনে আবেদন ফরম জমা দিতে হবে।
এই বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোডের বিজ্ঞানে এইচএসসি পাশ, মাদ্রাসা ও ভোকেশনালের বিজ্ঞান শাখা থেকে পাশ করা ছাত্র, ছাত্রীরা চতুর্থ বিষয়সহ অন্তত ৩.৫০ করে পেতে হবে। মানবিক বিভাগের শিক্ষাবোর্ডগুলোর ৩.০০ করে জিপিএ পেতে হবে। মানবিকের মধ্যে মিউজিক কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজগুলো ও মাদ্রাসা বোর্ডের সাধারণ ও মুজাব্বিদে পাশ করা ছেলে, মেয়েরা আবেদন করতে পারবেন। বোর্ডগুলোর বাণিজ্য শাখার ছাত্র, ছাত্রীরা; ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ, এইচএসসিতে ব্যবসায় ব্যবস্থাপনা ও ডিপ্লোমা ইন কমার্সের পাশ করা ছাত্র, ছাত্রীরা এস.এস.সি ও এইচএসসিতে ৩.০০ জিপিএ হিসেবে মোট ৬.৫০ জিপিএ নিয়ে পাশ করলে আবেদনযোগ্য হবেন।
জিসিই (জেনারেল সার্টিফিকেট অন এডুকেশন)-এ মাধ্যমে ও লেভেল (অর্ডিনারি লেভেল) পরীক্ষায় অন্তত পাঁচ বিষয় এবং এ লেভেলে (অ্যাডভান্স লেভেল) অন্তত দুটি বিষয়ে পাশ হতে হবে। তাদের ‘ও’ এবং ‘এ’ লেভেলে সাত বিষয়ের মধ্যে চারটিতে ‘বি’ ও তিনটিতে অন্তত ‘সি’ গ্রেডধারী হলে হবে।
২০২১ সালের সব বোর্ডের এইএসসির পাঠ্যসূচি অনুসরণ করে ইসলামী বিশ্ববিদ্যালয় বাকি চার বিভাগের মতো শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষা গ্রহণ করবে।
শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞানে এমসিকিউতে পাশ নম্বর ৪০। বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞানে ৩৫, ৩৫ ও ৩০ নম্বরের পরীক্ষা হবে। প্রতিটি এমসিকিউতে ভুলের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। জাতীয় দলের অ্যাক্রিডিটেশন কার্ড ও তাদের ফেডারেশনের প্রদত্ত প্রত্যয়ন পত্র ফটোকপি আকারে সত্যায়িত করে বিভাগের সমন্বয়ক স্যার বা ম্যাডামের কাছে জমা দিতে হবে। পরীক্ষার দিন জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ের খেলার এই মূল সনদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ও জানানো স্বীকৃতি অনুসারে পরীক্ষার হলে নিয়ে আসতে হবে।
বিকেএসপি থেকে পাশ করা ছাত্র, ছাত্রীদের জন্য এই বিভাগের শতকরা ২০টি আসন সংরক্ষিত থাকে। তাদের জন্য, জাতীয় বা আন্তর্জাতিক পযায়ের খেলোয়াড়দের জন্য, পাশ নম্বর ভর্তি পরীক্ষায় ২০।
লিখিত পরীক্ষায় যারা মেধাক্রমে সিটের হিসেবে বিশ্ববিদ্যালয়ের নিয়মে ভর্তিতে যোগ্যতর হবেন, তাদের মেধা অনুসারে নির্বাচনের মাধ্যমে শারিরীক স্বক্ষমতা ও যোকোনো একটি খেলায় দক্ষতা প্রমাণে অংশগ্রহণ করতে হবে। এখানে পাশ নম্বর ১২ ও মোট নম্বর ৩০।
ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণের কনফারমেশন ভতিচ্ছু সব ছাত্র, ছাত্রীদের দেওয়া মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে। তাদের সময় ও তারিখ উল্লেখ থাকবে।
ডি ইউনিটের চার বিভাগে আবেদন জানার লিংক হলো- ttps://www.iu.ac.bd/public/images/notice/404d057aced98ea69ec5368f84802e6d.pdf.
শারিরীক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগে আবেদন জানার লিংক হলো https://www.iu.ac.bd/public/images/notice/207aa08dde5e240265d28ae344c3c2c1.pdf.
‘ডি’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. এইচ এ. এন. এম. এরশাদ উল্লাহ বলেছেন, “গত শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম অনুসরণ করে এবার ইসলামী বিশ্ববিদ্যালয় ‘ডি’ ইউনিটের এই চার বিভাগে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে। এই শিক্ষাবর্ষে আরবী ভাষা ও সাহিত্য বিভাগ ইউনিটভুক্ত হয়েছে।”
সকল ইউনিট ও বিভাগে ভর্তি হবার যোগ্যতা এবং করণীয়গুলো ইসলামী বিশ্ববিদ্যালয় ওয়েব সাইটে (রঁ.ধপ.নফ)ও জানানো হবে, বলেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।
তাদের ডি ইউনিটের বিশেষ চার বিভাগের প্রতিটিকে ৮০টি আসন আছে। মোট আসন সংখ্যা ৩শ ২০টি।
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের আসন হলো ৩০টি।
ভর্তি কাযক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার, তথ্য শাখা, শাহেদ হাসান ইনফরমেশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পাবলিকেশন অ্যান্ড পাবলিক রিলেশন অফিস, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, বাংলাদেশ এই ঠিকানায় বসেন। তার মেইল hasanshahed79@gmail.com, মোবাইল-০১৭১৫-৩৫১২২৬ ও ০১৮১৩৮১৯১৩৩। আবেদনকারেীদের জন্য আলাদা মেইল অপশন আছে।
ছবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার।
ওএস।