বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত: শিক্ষামন্ত্রী
সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত এসএসসি ও সমমানের শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করেছে সরকার শিক্ষা মন্ত্রণালয়। শিগগিরই তাদের হাতে বই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রবিবার (১৭ জুলাই) এসএসসি ও সমমানের পরীক্ষার সনয়সূচি ঘোষণা করার বিষয়ে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা জানান।
দীপু মনি জানান, ‘এসএসসি ও দাখিল পরীক্ষার্থী মিলিয়ে বইয়ের সেট লাগবে সিলেটে ৬৮২ সেট, সুনামগঞ্জে লাগবে ১০ হাজার ৫৮৬ সেট। মোট ১১ হাজার ২৬৮ সেট বই শুধু পরীক্ষার্থীদের জন্য লাগবে।’
তিনি জানান, ‘এসএসসি ও সমমান পরীক্ষার্থী ছাড়াও শিক্ষার্থীদের জন্য প্রাথমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত এবং দশম শ্রেণির ভোকেশনাল স্তরের যে পাঠ্যপুস্তক সেখানে সিলেটে লাগবে ১৪ হাজার ৭৭৯ সেট। সুনামগঞ্জে লাগবে ৪২ হাজার ৭৫৫ সেট। মোট ৫৭ হাজার ৫৩৩ সেট বই লাগবে।’
ইবতেদায়ি ও দাখিলে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণির পাঠ্যপুস্তকের সেট সিলেটে লাগবে ১০ হাজার ১৪০ এবং সুনামগঞ্জে ২৩ হাজার ৫৯৮ সেট।
মোট প্রয়োজন হবে ৩৩ হাজার ৭৩৮ সেট সব মিলিয়ে মোট বইয়ের সেট লাগবে সিলেটে ২৫ হাজার ৬০১ এবং সুনামগঞ্জে ৭৬ হাজার ৮৯৯ সেট। শিগগির এগুলো সিলেট ও সুনামগঞ্জে পৌঁছানো হবে। এর বাইরেও যদি আর প্রয়োজন হয় তাহলে সেটা মেটানো হবে।
এনএইচবি/এমএমএ/