সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারির সাবেকদের নাটোরে মিলনমেলা
বিখ্যাত ও অন্যতম সেরা বিদ্যালয় ও উচ্চমাধ্যমিক সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল। হলিক্রস ব্রাদারদের পরিচালিত এই নামকরা শিক্ষায়তনের নাটোর শাখার ১৯৮৭ সালের এসএসএসি পরীক্ষা দেওয়া বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগের ছাত্রদের মিলনমেলা হয়েছে নাটোরের বন পাড়াতে। একটি রেঁস্তোরায় আয়োজিত প্রাক্তণীদের আনন্দঘন অনুষ্ঠানে পবিত্র কোরআন শরীফ থেকে পাঠ করেছেন সাবেক ছাত্র আমির হোসেন সরকার। এরপর নিয়মানুসারে গীতা ও বাইবেল পাঠ সম্পন্ন হয়েছে।
বন্ধু ও আয়োজনে সাহায্য করা খ্যাতিমান অধ্যাপকদের ভালোবাসা প্রকাশ করেছেন সবাই। ৩২ বছর পর পুরোনো বন্ধু ও শিক্ষকদের সঙ্গে দেখা করা এবং বিদ্যালয়ে আবার আসার সুযোগ পাওয়ায়, করে দেওয়ায় আয়োজকদের প্রতি ভালোবাসা ও অভিনন্দন প্রকাশ করেছেন।
বিদ্যালয় জীবনের গল্প করতে গিয়ে বিভিন্ন পরিবার থেকে উঠে আসার আজকের জীবনের সফল ছাত্ররা তাদের জীবনের পেছনে শিক্ষকদের অবদান অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন। তারা তাদের খোঁজ নিয়েছেন।
তাদের প্রত্যেকের কাহিনীগুলোই ছিল চমকপ্রদ।
তারা বিদ্যালয়ের জন্য কাজ করতে, শিক্ষকদের সাহায্য করতে আগ্রহ প্রকাশ করেছেন।
সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন ছাত্রদের এই সংগঠনকে আরো বেগবান করবেন বলে উল্লেখ করেছেন।
নিয়মিত ব্রাদারদের দেখানো পথে সমাজের এবং দেশের ও বিশ্বের উন্নয়নে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
১৩ সদস্যের সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ব্যাচ ১৯৮৭ গড়ে তোলা হয়েছে এই মিলনমেলায়।
আহবায়ক হয়েছেন সিরাজুল ইসলাম নান্নু, এই বাতা প্রেরক আশরাফুল ইসলাম সদস্য সচিব, আলাউদ্দিন আল আজাদ হয়েছেন তাদের অর্থসচিব।
‘সাবেক ছাত্র ও পরিবার কল্যাণ তহবিল সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল’ গড়ে তোলা হয়েছে সর্বসম্মতিতে। তাদের ব্যাংক হিসাব উত্তরা ব্যাংক লিমিটেড, বন পাড়া শাখার মাধ্যমে পরিচালিত হবে শিক্ষকদের প্রত্যক্ষ তত্বাবধানে।
এ বছরের শেষে তারা সাবেক ও তাদের পরিবারদের নিয়ে একটি পিকনিক করবেন বলে জানিয়েছেন।
ওএস।