বন্যায় ক্ষতিগ্রস্তদের বই দেওয়ার পর এসএসসি পরীক্ষা: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। তাদের হাতে পাঠ্যবই দেওয়ার দুই সপ্তাহ পর এসএসসি পরীক্ষা শুরু করা হবে।
বুধবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব কথা জানান।
দীপু মনি বলেন, দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় আমরা এসএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছি। বর্তমানে অনেক এলাকায় পানি নেমে গেছে, অনেক স্থানে এখানো পানি রয়েছে। সেসব শিক্ষাপ্রতিষ্ঠান পানি নেমে গেছে সেগুলোর ক্ষয়ক্ষতি নিরূপন করা হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতে মানুষ নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিতে পারলেও বইপত্র নিতে পারেনি। বই নষ্ট হয়েছে এমন শিক্ষার্থীর তালিকা তৈরি করা হচ্ছে। প্রতি বছর বাড়তি কিছু পাঠ্যবই তৈরি করে স্টকে রাখা হয়। সেখান থেকে তাদের নতুন বই দেওয়া হবে। তাতে যদি সংকট পড়ে তবে নতুন করে ছাপানো হবে। তালিকা পাওয়ার পর ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে। বই বিতরণের দুই সপ্তাহ পর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু করা হবে। তবে বন্যা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেটি এখানো বলা যাচ্ছে না বলে কবে থেকে এ পরীক্ষা শুরু করা সম্ভব হবে তা বলা যাচ্ছে না, যোগ করেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, অনেকে প্রশ্ন তুলছে যে নতুন কারিকুলামে ধর্ম শিক্ষা তুলে দেওয়া হয়েছে। এটি তারা না বুঝে বিতর্ক করছে। নতুন কারিকুলামে ধর্ম শিক্ষা বাদ দেওয়া হয়নি আর হবেও না। বরং তাতে আরও বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন কারিকুলাম পড়ে শিক্ষার্থীরা তার নিজ ধর্মের মর্মবানী অনুধাবন করতে পারবে। ব্যক্তি জীবনে সে ধর্ম চর্চা করতে শিখবে সেভাবে তৈরি করা হয়েছে। অন্যায়ভাবে মানুষকে উস্কে দিতে একটি মহল অপপ্রচার করছে। কোনো বিষয়ে অভিযোগ করার আগে সেটি ভালো করে দেখে মন্তব্য করার পরামর্শ দেন শিক্ষামন্ত্রী।
এনএইচবি/এমএমএ/