উৎসাহ-উদ্দীপনায় শেষ হলো ডব্লিউইউএসটি’র কনভোকেশন

বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি-ডব্লিউইউএসটি'র কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীকে তুলে দেওয়া হয়েছে গ্রাজুয়েশন সনদ ও সম্মাননা। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি-আমেরিকানের পরিচালনায় বিশ্ববিদ্যালয়টি পরিচালিতা হচ্ছে।
শনিবার (১৮ জুন) ভার্জিনিয়ার জর্জ সি. মার্শাল হাইস্কুল মিলনায়তনে সম্পন্ন হয় এই গ্রাজুয়েশন সেরিমনি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির বোর্ড অব সুপারভাইজর এর চেয়ারম্যান জেফরি সি. ম্যাককে।
দিবসটিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করে একটি বিশেষ সেমিনারের। এতে কি-নোট স্পিকার হিসেবে শিক্ষার্থীদের জন্য নির্দেশনামূলক বক্তব্য রাখেন ড. রায়ান সাদী। যিনি যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত একজন বাংলাদেশি আমেরিকান চিকিৎসা-গবেষক।
বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ইঞ্জি. আবুবকর হানিপ, প্রেসিডেন্ট ড. হাসান কারাবার্ক শিক্ষার্থীদের হাতে সনদ বিতরণের পাশাপাশি তাদের বক্তৃতায় তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যত কর্মপন্থার কথা।
এ ছাড়াও যুক্তরাষ্ট্রে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত বাংলাদেশি-আমেরিকানরাও এতে উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
এমএমএ/
