চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মার্কিন দূতাবাসের শিক্ষা সেমিনার
লেখা ও ছবি : জুনায়েদ খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
যুক্তরাষ্ট্রে সরকারীভাবে এবং বেসরকারী উদ্যোগে আমাদের ও তাদের শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা ও গবেষণার একটি বিশেষ সেমিনার হয়ে গেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।
১৪ জুনের সেমিনারটির শিরোনাম ছিল ‘ইনফরমেশনস সেমিনার অন ইউএস : হায়ার এডুকেশন অ্যান্ড এক্সচেঞ্জ প্রগ্রাম অপচুনিটিজ’।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার।
তার সম্মেলন কক্ষে হওয়া সেমিনারে বিশেষ অতিথি ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও রসায়নের কৃতি শিক্ষক অধ্যাপক বেনু কুমার দে।
ঢাকাপ্রকাশ ২৪.কমের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুনায়েদ খান আরো লিখেছেন, ‘দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষা ও গবেষণা এবং ভবিষ্যত কর্মজীবন নিয়ে আলোচনা করেছেন উপাচার্য ও উপ-উপাচার্য স্যার।’
‘উপস্থাপনা করেছেন ভারপ্রাপ্ত রেজিস্টার স্যার-অধ্যাপক এস.এম. মনিরুল ইসলাম। বিজ্ঞানসহ বিভিন্ন অনুষদের অধ্যাপক ও বিপুল পরিমাণ আগ্রহী এমএসসিসহ সমমানের ছাত্র, ছাত্রী, গবেষকরা অংশ নিয়েছেন এই সেমিনারে।’
সেমিনার, মুক্ত আলোচনা এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশে মার্কিন দূতাবাসের এডুকেশন অ্যান্ড অ্যাকাডেমিক এক্সচেঞ্জ প্রগ্রাম’র কালচারাল অ্যাফেয়ার্স বিভাগের রায়হানা সুলতানা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রগ্রামের শাওন কর্মকার ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ অফিসার সোহেল ইকবাল।
ওএস।