একাদশে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি
এসএসসি পরীক্ষার ফল প্রকাশের তারিখ এখনো চূড়ান্ত না হলেও উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির প্রক্রিয়া চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ভর্তির জন্য অনলাইন আবেদন আগামী ৫ জানুয়ারি শুরু হয়ে চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। এরপর তিন ধাপে ফল প্রকাশ ও ভর্তি সম্পন্ন হবে। ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে ২ মার্চ থেকে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এই সূচি চূড়ান্ত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জানা গেছে, একাদশ শ্রেণির আবেদনের ফল তিনটি ধাপে প্রকাশ হবে। প্রথম ধাপে ফল প্রকাশ হবে ১৯ ফেব্রুয়ারি। সর্বশেষ ফল প্রকাশ হবে ২৪ ফেব্রুয়ারি। ভর্তির আবেদন ফি নির্ধারণ হয়েছে ১৫০ টাকা।
এসএসসি ও সমমানের পরীক্ষা নভেম্বর মাসের ২৩ তারিখে শেষ হয়েছে। পূর্ব ঘোষণা অনুসারে পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যে ফল প্রকাশ করার কথা। রীতি অনুসারে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। ফলে ফল প্রকাশের বিষয়টি এখন প্রধানমন্ত্রীর সিডিউলের অপেক্ষায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে মালদ্বীপ সফরে রয়েছেন। ফিরবেন ২৮ ডিসেম্বর। এর পর পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
এদিকে, প্রধানমন্ত্রী কর্তৃক শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ প্রক্রিয়া উদ্বোধনের কথা ৩০ ডিসেম্বর। ওই দিনই একই সঙ্গে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হতে পারে বলে একটি সূত্রে আভাস পাওয়া গেছে।
এপি/