উদ্বোধন হচ্ছে ‘কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চ’
লেখা ও ছবি : জনসংযোগ অফিসার মো. বাবুল হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার আগামী ৫ জুন, ২০২২ রবিবার; আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করতে যাচ্ছে।
এই বছর ১৪তম বিশ্ববিদ্যালয় দিবস বলে জানিয়েছেন জনসংযোগ অফিসার মো. বাবুল হোসেন। তিনি বলেছেন, ‘এখন আমাদের স্বনামধন্য এই উচ্চতম শিক্ষা ও গবেষনা কেন্দ্রে মোট পাঁচ হাজার ছাত্র, ছাত্রী আছেন।’
‘যারা পাশ করে গিয়েছেন তারাও অনেকে পরিবার নিয়ে আসবেন।’
তিনি বলেছেন, ‘সকাল ৯ টায় শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত প্রশাসনিকভাবে জন্মদিন পালনের উদ্যোগ চলছে।’
“প্রধান অতিথি হবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞানের অন্যতম অধ্যাপক ও ‘পাটের জীবনতত্ব’ আবিষ্কারক দলের অন্যতম ব্যক্তিত্ব, দেশের সর্বোচ্চ সম্মান ‘স্বাধীনতা পুরস্কার’ জয়ী, অধ্যাপক ড. হাসিনা খান।”
“সভাপতি থাকবেন, বাংলাদেশের অন্যতম নারী মুক্তিযোদ্ধা, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রথম ‘ব্লু ছাত্রী’, নামকরা গবেষক-এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশের নির্বাচিত সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশের কৃতি অধ্যাপক ড. হাফিজা খাতুন।”
‘বিশেষ অতিথি হবেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. মোস্তফা কামাল খান।’
বিশ্ববিদ্যালয়ের সব অধ্যাপক, কর্মকর্তা, কমচারী, তাদের পরিবার, প্রায় সব ছাত্র, ছাত্রী এবং নবীনরা বিশ্ববিদ্যালয় দিবসে অংশ নেবেন।
মো. বাবুল হোসেন জানিয়েছেন, “পাবনার কৃতি সন্তান, রাধানগর গ্রামের বাসিন্দা ও বাংলা ভাষার কবি বন্দে আলী মিয়ার নামে তৈরি ‘কবি বন্দে আলী মিয়া মুক্তমঞ্চ’ উদ্বোধন করবেন অতিথিরা।”
“দিবসের শুরু হবে মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং অধ্যাপক ড. হাসিনা খানের নেতৃত্বে জাতীয় পতাকা ওড়ানো এবং সমবেত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে।”
“শহীদ মিনার’ এবং ‘স্বাধীনতা চত্বর’-এ বিশ্ববিদ্যালয়ের সবাই ও অতিথিরা ভাষা আন্দোলনে শহীদ, মহান মুক্তিযুদ্ধে আত্মদান করা মুক্তিযেদ্ধাদের শ্রদ্ধা ও ভালোবাসা জানাবেন।”
“মুক্তিযুদ্ধের প্রাণপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিতে গড়া ‘জনক জ্যোতির্ময়’ চত্বরে তাকে ভালোবাসা ও শ্রদ্ধা জানানো হবে।”
এরপর আনন্দ শোভাযাত্রা। তারপর বৃক্ষরোপন অভিযান।
আলোচনা সভায় জীবনঅভিজ্ঞতা, ছাত্র, শিক্ষকের করণীয় ছাড়াও সেদিন ‘বিশ্ব পরিবেশ দিবস’ বলে পরিবেশ ও গাছগাছালির অবদান, তাদের জন্য ভালোবাসা; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জীবনের গল্প থাকবে।
ছাত্রদের নিয়ে চলমান ‘আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতা’র ফাইনাল দেখবেন অতিথিরা সবাই কেন্দ্রীয় খেলার মাঠে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আন্ত:বিশ্ববিদ্যালয় ভলিবলের ফাইনাল হবে তাদের নিয়ে।
জনসংযোগ অফিসার শেষে জানিয়েছেন, “ছাত্র, ছাত্রী, অধ্যাপক, কর্মকর্তা এবং কর্মচারীদের পরিবেশনা ছাড়াও কনক আদিত্য ও রাহুল আনন্দের গানের দল বিখ্যাত ‘জলের গান’ তাদের সুপারহিট এবং নতুন গানগুলো নিয়ে আসবে।”
ওএস।