পাবনা বিজ্ঞান ও প্রযুক্তির নতুন ‘পরিবহন প্রশাসক’
লেখা ও ছবি : মো. বাবুল হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জনসংযোগ কর্মকর্তা
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রাহিদুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ‘প্রশাসক’ হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি তার বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্বও পালন করছেন।
জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের জনংযোগ কর্মকর্তা বাবুল হোসেন এই খবরটি প্রদান করে আরো জানিয়েছেন, “আজ ১ জুন ২০২২ স্যার নতুন প্রশাসক হিসেবে যোগদান করেছেন। তার অনুভূতি-‘মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন আমার উপর আস্থা রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন। মেধা, সততা ও কর্মদক্ষতায় তার আস্থা লাভ করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব’।”
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। পঞ্চম উপাচার্য হিসেবে যোগ দিয়েই তিনি অনেকগুলো নব উদ্যোগ গ্রহণ করে সাধুবাদ লাভ করেছেন।
কৃতি ছাত্র ও অধ্যাপক ড. রাহেদুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে ভূগোল ও পরিবেশে অনার্স, মাস্টার্স। ২০১১ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান বিভাগ ‘ভূগোল-পরিবেশ এবং নগর-অঞ্চল পরিকল্পনা’র প্রভাষক পদে যোগ দিয়ে অধ্যাপনা জীবন শুরু করেন। ১১ বছরের কর্মজীবনে তিনি বিভাগটিকে ঢেলে সাজিয়েছেন; অনেক ভালো ছাত্র, ছাত্রীর জন্ম দিয়েছেন।
২০২০ সালে তিনি জাপান সম্রাটের প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয় ‘টোকিও ইউনিভার্সিটি’ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি। ‘দি ইউনিভার্সিটি অব টোকিও’কে জাপানিরা ডাকেন ‘তোদাই’ বা ‘উতোকিও’। একটি সরকারী গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৭৭ সালের অতি প্রাচীন, বিশ্ববিদ্যালয়টি জাপান সরকারের ‘টপ গ্লোবাল ইউনিভার্সিটি প্রকল্প’র একটি ‘উচ্চ মানের বিশ্ববিদ্যালয়’ হিসেবে নির্বাচিত হয়েছে সম্প্রতি। টোকিও ইউনিভার্সিটিই জাপানের সবচেয়ে ভালো ও আকাংখিত বিশ্ববিদ্যালয়। এখান থেকে ১৭ জন প্রধানমন্ত্রী পাশ করেছেন। ১৮ জন নোবেল পুরস্কারজয়ী, ৪জন প্রিৎসকার স্থাপত্য পুরস্কারজয়ী, পাঁচজন নভোচারী, একজন ফিল্ডস মেডেল জয়ী গণিতবিদ এই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা ও গবেষণা করেছেন।
অধ্যাপক ড. রাহেদুল ইসলাম পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী ‘প্রক্টর’, ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি টিচার্স ক্লাব’র সাধারণ সম্পাদক ছিলেন।
ছাত্র জীবন থেকে নানা ধরণের সামাজিক, সাংস্কৃতিক কাজে যুক্ত ড. রাহেদুল ইসলামের অনেকগুলো মেধা পুরস্কার আছে।
ওএস।