পুনরায় যোগদান করলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে পদত্যাগ করেছিলেন দোলনচাঁপা হলের প্রভোস্ট সিরাজুম মনিরাসহ চারজন হাউস টিউটর। সোমবার (২০ ডিসেম্বর) তারা পুনরায় যোগদান করে তাদের দায়িত্বভার গ্রহণ করেছেন।
জানা গেছে, বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ছাত্রীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের আয়োজন করে দোলনচাঁপা মহিলা হল কর্তৃপক্ষ। খাবারের জন্য পোলাওয়ের চাল ও খাসি কেনা হয়। খবর পেয়ে ‘কথা মতো’ আয়োজন না করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব প্রভোস্টসহ চারজনকে ‘হুমকি-ধামকি ও চরম অপমান’ করেন। এমন অভিযোগ এনে গত বুধবার প্রভোস্টসহ চারজন হাউস টিউটর একযোগে দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
পদত্যাগের পর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এবং আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন বঙ্গবন্ধু নীলদল জড়িতদের তিন কর্মদিবসের মধ্যে শাস্তি নিশ্চিত করা না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন।
নজরুল বিশ্ববিদ্যালয়ের দোলনচাঁপা হলের প্রাধ্যক্ষসহ ৫ শিক্ষকের পদত্যাগ
ঘটনার সত্যতা উদ্ঘাটনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কলা অনুষদের ডিন আহমেদুল বারীকে সভাপতি এবং আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ ইরফান আজিজকে সদস্যসচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনের আগেই সোমবার পুনরায় যোগদান করেন পদত্যাগকারী পাঁচ শিক্ষক।
বিষয়টি জানার জন্য দোলনচাঁপা হলের প্রভোস্ট সিরাজাম মুনিরার সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির বলেন, ‘তদন্ত কমিটির প্রতিবেদনের সঙ্গে যোগদান করা না করার কোনো সম্পর্ক নেই। তাদের দায়িত্ববোধের জায়গা থেকে যোগদান করেছেন সুষ্ঠুভাবে হল পরিচালনা করার জন্য।
একে/এএন