প্রাথমিক শিক্ষকদের ১০ দফা দাবি
বেতন গ্রেড বৃদ্ধি ও বদলি কার্যক্রম অবিলম্বে চালু করাসহ ১০ দফা দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি।
মঙ্গলবার (১০ মে) ঢাকা রিপোর্টার্স ইউনিটিরে সাগর-রুনী হলে এক সংবাদ সম্মেরনে এই দাবি জানান সংগঠনের নেতারা।
সংবাদ সম্মলেনে লিখিত বক্তব্যে শিক্ষক সমিতির সভাপতি ওয়েছ আহমদ চৌধুরী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেলে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে, সহকারি প্রধান শিক্ষককে নবম গ্রেডে এবং প্রধান শিক্ষকদের অষ্টম গ্রেডে উন্নীতকরণ; সমন্বিত নিয়োগবিধিতে সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রাদন ও উক্ত পদ থেকে প্রাথমিক শিক্ষা প্রশাসনের সর্বোচ্চ পদ পর্যন্ত শর্তহীনভাবে পদোন্নতির মাধ্যমে প্রদান করা।
চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষকদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা করা। প্রাথমিক শিক্ষা সম্পর্কিত বিভাগীয় নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা।
প্রাথমিক বিদ্যালয়ের সাপ্তাহিক ছুটি শুক্র-শনিবারসহ সরকারি প্রাথমিক শিক্ষকদের অবিলম্বে নন-ভোকেশনাল কর্মচারী হিসেবে ঘোষণা করে অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় সুযোগ-সুবিধা প্রদান করা, বিদ্যালয়ের সময়সূচী ও ছুটির তালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করে তৈরি করা।
অবিলম্বে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেনী পর্যন্ত প্রাথমিক শিক্ষা কার্যকর করা; অন্যান্য সরকারি কর্মচারীদের ন্যায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের ভাবে শর্তহীনভাবে সারা বছর বদলি কার্যক্রম চালু রাখা; শিক্ষক সমিতির প্রতিনিধিদের নিয়ে অবিলম্বে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বোর্ড কার্যক্রম গতিশীল করা এবং শিক্ষকদের বিভিন্ন বিভাগীয় প্রশিক্ষণে শর্তহীনভাবে শুধুমাত্র শিক্ষকদের মধ্য থেকে প্রশিক্ষক নিয়োগ করা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা আব্দুল আউয়াল তালুকদার, আবুল হোসেন, আব্দুল হান্নান সাংগঠনিক সম্পাদক রফিকুর রহমান, সৈয়দ জাকারিয়া, আহমদুল কিবরিয়া বকুল, জামশেদা আক্তার লিপি, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোয়াজ্জেম হোসেন, নুরুচ্ছেফা, আবুল কালাম আজাদ, আঞ্জুমানারা বেগম,মনিরুজ্জামান, আবুল খায়ের, আজমল আলী, প্রশান্ত রায়, নাজমুল হক, ইমরান হোসেন ভূঁইয়া, মেহেদী হাসান, শামছুল আলম, আসমাউল আলম, মাজহারুল হক জাকির, ফয়সাল আল কায়েস চৌধুরী, শিপন আহমদ, আবদুর রহমান প্রমূখ।
সংবাদ সম্মেলনের শেষে প্রধান উপদেষ্টা আবদুল আউয়াল তালুকদারকে সংগঠনের নির্বাহী সভাপতি সৈয়দ মো. জাকারিয়াকে ভারপ্রাপ্ত নির্বাহী সভাপতি, মোযাজ্জেম হোসেনকে ভারপ্রাপ্ত মহা-সম্পাদক ও ইমরান হোসেন ভূঁইয়াকে অর্থ সম্পাদক হিসেবে নিয়োগ দিয়ে সংগঠনের কমিটি পুনর্বিন্যাস করা হয়েছে।
এনএইচবি/এমএমএ/