রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাতিল
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৫তম সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে এ ঘোষণা দেওয়া হয়। সভায় এ প্রস্তাব উত্থাপন করেন সভার সভাপতি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। এতে সম্মতি জ্ঞাপন করেন উপস্থিত সদস্যরা।
এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহ্ আজম উল্লেখ করেছেন, করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই সেশনজট এড়াতে ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কর্মকাণ্ডকে গতিশীল করতে গ্রীষ্মকালীন এই ছুটি বাতিল করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
এ ব্যাপারে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ বর্মকর্তা শাহ আলী জানান, আগামী ১০ মে থেকে ১০দিনের গ্রীষ্মকালীন ছুটি ছিল। এ ছুটি বাতিল হওয়ায় ঈদুল ফিতরের ছুটির পর ১০ মে মঙ্গলবার থেকে একযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ক্লাস-পরীক্ষা ও দাপ্তরিক কাজ শুরু হবে।
এসআইএইচ