ইনডেক্সধারী, পঁয়ত্রিশোর্ধ্ব শিক্ষকদের নিয়োগের জটিলতা কাটল
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে নিয়োগ সুপারিশ পাওয়া শিক্ষকদের নিয়োগ জটিলতা, ৩৫ বছরের বেশি বয়সের শিক্ষকদের যোগদান ও ইনডেক্সধারীদের এমপিও জটিলতা সমাধানের জন্য নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রবিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈঠকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসি) চেয়ারম্যান মো. এনামুল কাদের খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, এনটিআরসিএ সুপারিশ পাওয়া ৩৫ বছরের বেশি বয়সী শিক্ষকদের যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে কোনও সমস্যা সৃষ্টি করা যাবে না। যারা যোগদান করেননি সে সব পদে ওয়েটিং লিস্ট থেকে যোগদান করাতে হবে। প্রসঙ্গত, আদালতের আদেশ এবং এনটিআরসিএ সুপারিশ থাকলেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান নিবন্ধনধারী ৩৫ বছর বয়সের বেশি শিক্ষকদের যোগদান করতে দেয়নি। অনেক শিক্ষা প্রতিষ্ঠান হয়রানি করেছে বলেও অভিযোগ রয়েছে।
সিদ্ধান্ত অনুসারে, যে কোনো বিভাগে ইনডেক্সধারী শিক্ষকরা অন্য বিভাগে গেলেও নতুন করে এমপিও নিতে হবে না, আগের এমপিও বহাল থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সব বিভাগে সমন্বয় করতে হবে। যে কোনও বিভাগে ইনন্ডেক্সধারী হলে সে অন্য বিভাগে গেলে নতুন করে এমপিওভুক্ত হতে হবে না। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীনে কোনো স্কুলে বা কলেজে ইনডেক্সধারী হলে ওই শিক্ষক কারিগরি বা মাদ্রাসা বিভাগের অধীন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলে তাকে নতুন করে এমপিও নিতে হবে না। আগের ইনডেক্স অনুযায়ী পরিবর্তিত বিভাগের অধীনে এমপিওভুক্ত হতে পারবেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুসারে, ইনডেক্সধারী স্কুলের শিক্ষক মাদ্রাসায় চাকরি নিলে নতুন করে এমপিওভুক্ত হবে না। আগে নতুন করে এমপিওভুক্ত হতে হত।
এপি/