ভর্তিতে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
সরকারি স্কুলের লটারি কার্যক্রমের উদ্বোধন
দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির লটারির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বোতাম চেপে ডিজিটাল লটারি কার্যক্রম শুরু এবং ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান কোনো ব্যবসার জায়গা নয়। এটি নৈতিকতা চর্চার জায়গা। কোনো স্কুলে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরিন ও টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাবুদ্দিন।
বিদ্যালয়ে ভর্তির এই লটারি অনলাইনে টেলিটকের বিশেষ সফটওয়্যারের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও শিক্ষার্থীদের এই ওয়েবসাইট থেকে তাদের নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল জানতে পারবেন।
সারাদেশে ৪০৫টি সরকারি স্কুলের ৮০ হাজার ১৭টি আসনে ভর্তির জন্য রবিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করেছেন ৫ লাখ ৩৮ হাজার ৮৬৬ জন শিক্ষার্থী। লটারিতে ৭৫ হাজার ৯৬৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।
লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ভর্তি করানো হবে। এর মধ্যে ভর্তির জন্য অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে। অপেক্ষমান তালিকা থেকে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে।
এপি/