উপজেলা সেরা থেকে মেডিকেলে দেশ সেরা মীম
সুমাইয়া মোসলেম মীম পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা ও জেএসসিতে খুলনার ডুমুরিয়া উপজেলার মধ্যে প্রথম হয়েছিলেন। এসএসসি ও এইচএসসিতে পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫। এখন মেডিকেল ভর্তি পরীক্ষার মেধা তালিকায় সারা দেশের মধ্যে শীর্ষস্থান অধিকার করেছেন।
মীম এ পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থীর মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।
ফল প্রকাশের পর অনুভূতি ব্যক্ত করে মীম বলেন, এমন সাফল্যের জন্য আমি সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ। মা-বাবাও অনেক ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের মুখে হাসি ফোটাতে পেরে অনেক খুশি।
তিনি জানান, চিকিৎসক হওয়ার কোনো আগ্রহ ছিল না তার। তবে মায়ের প্রবল ইচ্ছার কারণে মেডিকেল কলেজে ভর্তির প্রস্তুতি নেন। তিনি নিজেও কল্পনা করেননি দেশসেরা হবেন।
মীম পরীক্ষার আগে একটি কোচিং সেন্টারে ক্লাস করেছেন এবং দুইটি কোচিং সেন্টারে মডেল টেস্ট পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন।
মীমের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলা সদরে। তার বাবার মোসলেম উদ্দীন সরদার। তিনি ডুমুরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক। দুই বোনের মধ্যে মীম ছোট। মীম ডুমুরিয়া সরকারি বালিকা বিদ্যালয় থেকে এসএসসি ও খুলনার সরকারি মজিদ মেমোরিয়াল (এম এম) কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন।
মীমের সাফল্যের জন্য তার মায়ের পরিশ্রম বেশি বলে জানান তার বাবা মোসলেম উদ্দীন। বলেন, এ সাফল্যে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে।
মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। এবার মেধার ভিত্তিতে মোট ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফলেও এগিয়ে মেয়েরা
মেডিকেলে ভর্তির ফল প্রকাশ, পাসের হার ৫৫.১৩%
এপি/