মেডিকেল ভর্তি পরীক্ষার ফলেও এগিয়ে মেয়েরা, শীর্ষে খুলনার মীম
এসএসসি ও এইচএসসি পরীক্ষার মতো মেডিকেল ভর্তি পরীক্ষায় ছেলেদের চেয়ে মেয়েরা ভালো করেছে।
মেধার ভিত্তিতে মোট ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। ফলাফল অনুসারে ছেলের সংখ্যা ৩৪ হাজার ৮৩৩ জন। আর মেয়ের সংখ্যা ৪৪ হাজার ৫০৪ জন। পাসের হার ছেলে ৪৩ দশমিক ৯১ শতাংশ আর মেয়ে ৫৬ দশমিক ০৯ শতাংশ।
এই ভর্তি পরীক্ষার মেধা তালিকায় শীর্ষস্থানও অধিকার করেছে একজন মেয়ে। ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম হয়েছেন সুমাইয়া মোসলেম মীম। পরীক্ষায় খুলনা মেডিকেল কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। মেধা তালিকায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর লিখিত পরীক্ষায় ৯২ দশমিক ৫ নম্বর এবং মোট প্রাপ্ত নম্বর ২৯২ দশমিক ৫ নম্বর।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাজধানীর মহাখালীতে পুরাতন স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ২০২১-২০২২ শিক্ষাবর্ষ এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এ ফল প্রকাশ করেন।
গত এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার মেয়ে ছিল ৯৪ দশমিক ৫০ শতাংশ এবং ছেলে ৯২ দশমিক ৬৯। আর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে ছেলেদের পাসের হার ৯২ দশমিক ২২ শতাংশ এবং মেয়েদের ৯৪ দশমিক ৭২ শতাংশ।
আরও পড়ুন: মেডিকেলে ভর্তির ফল প্রকাশ, পাসের হার ৫৫.১৩%
এপি/