মেডিকেলে ভর্তির ফল প্রকাশ, পাসের হার ৫৫.১৩%
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মেধার ভিত্তিতে মোট ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সংবাদ সম্মেলনে ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
ভর্তির জন্য মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীর মধ্য থেকে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০ জন এবং ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ৪৮৯ জন ভর্তির সুযোগ পাবে।
পরীক্ষার ফল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (https://result.dghs.gov.bd/mbbs/) থেকে জানা যাবে। এছাড়া, জাতীয় মেধাতালিকার ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের কাছে এসএমএসের মাধ্যমে ফল পৌঁছে যাবে।
এবার ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন। এর মধ্যে ভর্তি পরীক্ষায় ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন অংশগ্রহণ করে।
গত শুক্রবার (১ এপ্রিল) সারাদেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবার ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পাস নম্বর ৪০। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় একই সঙ্গে পরীক্ষার খাতা দেখেছে।
আরও পড়ুন: মেডিকেল ভর্তি পরীক্ষার ফলেও এগিয়ে মেয়েরা, শীর্ষে খুলনার মীম
এপি/