বেড়েছে কুয়েট বন্ধের সময়সীমা
ছবি : সংগৃহীত
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক মো. সেলিমের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ২৩ ডিসেম্বর পর্যন্ত এ বিশ্ববিদ্যালয় বন্ধের সময়সীমা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার (১২ ডিসেম্বর) রাতে অনলাইনে কুয়েটের ৭৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. আনিছুর রহমান ভূঞা জানান, অধ্যাপক মো. সেলিমের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এবং অস্থিতিশীল পরিবেশ এড়াতে ক্যাম্পাস বন্ধের সময়সীমা ২৩ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম ও হলগুলো ওই সময় পর্যন্ত বন্ধ থাকবে।
মো. আনিছুর রহমান ভূঞা আরও জানান, ৩ ডিসেম্বর কুয়েট সিন্ডিকেটের ৭৬তম সভায় কুয়েট ১৩ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণাসহ ওই দিন বিকাল চারটার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের জন্য নির্দেশ দেওয়া হয়েছিল। এ ছাড়া ওই দিন পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কমিটিকে ১০ দিনের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। কিন্তু তদন্ত কমিটি এখনও তা সম্পন্ন করতে পারেনি। তদন্ত কমিটির সুপারিশ বিবেচনায় নিয়ে ক্যাম্পাস বন্ধের সময়সীমা বাড়ানো হয়েছে।
গত ৩০ নভেম্বর কুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ও লালন শাহ হলের প্রাধ্যক্ষ সেলিম হোসেন (৩৮) ক্যাম্পাসের পাশের ভাড়া বাসায় মারা যান। অভিযোগ উঠেছে, ছাত্রলীগের কিছু নেতাকর্মীর মানসিক নিপীড়নের কারণে তার মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি বলছে, এটি হত্যাকাণ্ড। অধ্যাপক মো. সেলিমের পরিবারও এটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে।
এর আগে অধ্যাপক মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৭৬তম জরুরি সভায় আলোচনা হয়। সেখানে সিসি ক্যামেরার ফুটেজ ও অন্যান্য তথ্য পর্যালোচনা করে ছাত্রশৃঙ্খলা ভঙ্গ ও অসদাচরণের বিষয়টি স্পষ্ট হয়। এর ভিত্তিতে বিশ্ববিদ্যালয় থেকে ৯ জনকে সাময়িকভাবে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়।
টিটি/